নিজস্ব প্রতিবেদক :
দেশজুড়ে একের পর এক সিনেমাহল বন্ধ হয়ে যাওয়ার বাস্তবতায় আশাবাদের বার্তা দিচ্ছে নারায়ণগঞ্জ।
দর্শক সংকট ও ব্যবসায়িক ঝুঁকির কারণে যেখানে ঐতিহ্যবাহী অনেক প্রেক্ষাগৃহ তালা ঝুলিয়েছে, সেখানে আধুনিক মাল্টিপ্লেক্স নির্মাণ করে নতুন চমক আনতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্স।
চলতি বছর ঈদুল ফিতরকে সামনে রেখে নারায়ণগঞ্জের জালকুঁড়িতে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।
জালকুঁড়ির সীমান্ত টাওয়ারে নির্মাণাধীন এই মাল্টিপ্লেক্সে থাকছে তিনটি আধুনিক হল। বিষয়টি নিশ্চিত করেছেন স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) মেসবাহ উদ্দিন আহমেদ।
তিনি জানান, নারায়ণগঞ্জের শাখাটির নির্মাণকাজ চলমান রয়েছে এবং ঈদুল ফিতরেই এটি দর্শকদের জন্য উন্মুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আধুনিক সাউন্ড সিস্টেম, উন্নত পর্দা ও আরামদায়ক আসনব্যবস্থাসহ আন্তর্জাতিক মানের সুবিধা রাখা হচ্ছে বলে জানান তিনি।
মেসবাহ উদ্দিন আহমেদ আরও বলেন, স্টার সিনেপ্লেক্স ইতোমধ্যে সারা দেশে ১০০টি পর্দা চালুর ঘোষণা দিয়েছে। প্রাথমিকভাবে বড় শহরগুলোকে গুরুত্ব দেওয়া হলেও ভবিষ্যতে জেলা ও উপজেলা পর্যায়েও মাল্টিপ্লেক্স চালুর পরিকল্পনা রয়েছে। নারায়ণগঞ্জ ও বগুড়ার শাখার কাজ অনেক আগেই শুরু হলেও কিছু কারিগরি ও অবকাঠামোগত কারণে সময় লেগেছে।
নারায়ণগঞ্জে নতুন এই প্রেক্ষাগৃহ চালু হলে স্থানীয় দর্শকদের বিনোদনের সুযোগ যেমন বাড়বে, তেমনি শহরের সাংস্কৃতিক পরিসরও নতুন মাত্রা পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশেষ করে রাজধানীর বাইরে আধুনিক মাল্টিপ্লেক্স সংস্কৃতির বিস্তার নারায়ণগঞ্জের চলচ্চিত্রপ্রেমীদের জন্য দীর্ঘদিনের প্রত্যাশা ছিল।
সিনেমাহল সংকটে যখন দেশের চলচ্চিত্র শিল্প নতুন পথ খুঁজছে, তখন নারায়ণগঞ্জে স্টার সিনেপ্লেক্সের আগমনকে অনেকেই দেখছেন ইতিবাচক ও সময়োপযোগী উদ্যোগ হিসেবে।









Discussion about this post