নগর প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ ইসলামী আন্দোলন সমর্থিত সংসদ সদস্য প্রার্থী গোলাম মসীহকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে সোনারগাঁও পৌরসভার আদমপুর মুন্সীরাইল এলাকায় প্রার্থীর নিজ বাসভবনে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম।
এ সময় সেখানে চলমান একটি কর্মসূচি পর্যবেক্ষণ করে আদালত এ সিদ্ধান্ত দেন।
স্থানীয় সূত্র জানায়, প্রার্থীর নিজ বাড়ি পোদ্দার বাড়িতে তার সহধর্মিণী মরিয়ম মসীহের নেতৃত্বে কয়েক শত নারীকে একত্র করা হয়।
ধর্মীয় তালিমের আয়োজনের আড়ালে নির্দিষ্ট প্রতীকের পক্ষে ভোট চাওয়ার কার্যক্রম চলছিল—এমন অভিযোগের ভিত্তিতে প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়।
ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম জানান, তদন্ত ও পর্যবেক্ষণে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে।
এ কারণে প্রার্থী গোলাম মসীহকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
তবে অভিযোগ অস্বীকার করে গোলাম মসীহ বলেন, নারী সমাবেশটি ধর্মীয় তালিমের উদ্দেশ্যেই আয়োজন করা হয়েছিল।
তিনি দাবি করেন, “কে বা কারা হাতপাখা প্রতীকের পক্ষে ভোট চেয়েছে, সে বিষয়ে আমি অবগত নই।”
নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে এ ধরনের তৎপরতার বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা বলেন, আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।









Discussion about this post