শাহজাহান কবির : (আড়াইহাজার থেকে)
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে দুই কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে উপজেলার মর্দাসাদী এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মর্দাসাদী গ্রামের বইচা উদ্দিনের ছেলে মো. নোয়াব আলী (৩৫) এবং মো. সোহেল (৩২)।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আড়াইহাজার আর্মি ক্যাম্পের একটি দল থানা পুলিশের সহযোগিতায় মর্দাসাদী এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে দীর্ঘদিন ধরে ডাকাতির সঙ্গে জড়িত এই দুই কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, সম্প্রতি আড়াইহাজার উপজেলার বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছিল। ডাকাত আতঙ্কে অনেক এলাকায় রাতভর স্থানীয়দের পাহারা দিতে দেখা যায়।
প্রায় প্রতিদিন রাতেই উপজেলার কোনো না কোনো স্থানে ডাকাতির ঘটনার খবর পাওয়া যাচ্ছিল। এমন পরিস্থিতিতে এই দুই ডাকাত গ্রেফতারের খবরে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ করে সোমবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
ওসি আরও বলেন, চোর, ডাকাত, সন্ত্রাসী ও চাঁদাবাজসহ সকল অপরাধীকে আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এলাকাবাসীর সহযোগিতায় আড়াইহাজার উপজেলাকে অপরাধমুক্ত করার লক্ষ্যে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।









Discussion about this post