নিজস্ব প্রতিবেদক :
নারায়ণগঞ্জ থেকে নানার বাড়ি যাওয়ার পথে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে আশ্রয় নিতে এসে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন এক গৃহবধূ।
অভিযোগ উঠেছে, হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত দুই আনসার সদস্য ওই গৃহবধূকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন।
এ ঘটনায় অভিযুক্ত দুই আনসার সদস্যকে আটক করেছে পুলিশ।
রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার গৃহবধূ জানান, তিনি ও তার স্বামী নারায়ণগঞ্জ থেকে ব্যাটারিচালিত ভ্যানে করে মানিকগঞ্জের বেতিলায় নানার বাড়িতে যাচ্ছিলেন। পথে রাত গভীর হলে ভ্যানের চার্জ শেষ হয়ে যায়। উপায় না পেয়ে তারা মানিকগঞ্জ সদর হাসপাতালে আশ্রয় নেন।
সেখানে কর্তব্যরত আনসার সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। একপর্যায়ে হাসপাতালের নতুন ভবনের নিচ তলায় স্বামীকে রেখে গৃহবধূকে দ্বিতীয় তলায় নিয়ে যাওয়া হয়।
অভিযোগ অনুযায়ী, সেখানে ভয়ভীতি ও প্রভাব খাটিয়ে পালাক্রমে তাকে ধর্ষণ করা হয়।
পরবর্তীতে ভুক্তভোগী নিচে নেমে স্বামীকে সবকিছু জানান।
স্থানীয়দের সহায়তায় তারা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।
পুলিশ সূত্র জানায়, অভিযুক্ত দুই আনসার সদস্য শাহাদত হোসেন ও আবু সাঈদকে ভোরের দিকে আটক করা হয়েছে।
মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম জানান, ভুক্তভোগী গৃহবধূকে চিকিৎসা ও প্রয়োজনীয় সুরক্ষার আওতায় রাখা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এই ঘটনা নারায়ণগঞ্জসহ আশপাশের জেলার মানুষের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষ করে যাদের ভ্রমণকালীন জরুরি প্রয়োজনে সরকারি হাসপাতালের ওপর নির্ভর করতে হয়, তাদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তাকর্মীদের দ্বারা এমন অভিযোগ জনআস্থা ও রাষ্ট্রীয় সেবার মৌলিক বিশ্বাসকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করে।
বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনায় দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা না হলে নারীদের নিরাপত্তা এবং সরকারি প্রতিষ্ঠানে আশ্রয় নেওয়ার আস্থায় দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে।









Discussion about this post