নিজস্ব প্রতিবেদক : (রূপগঞ্জ)
নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে একটি মামলার বিষয়ে হাজিরা দিতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধ বিচারপ্রার্থী।
আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে আদালত ভবনের সামনেই পণ্যবাহী ট্রাকের চাপায় নিহত হন তিনি।
নিহত ব্যক্তির নাম মাধুলী ইসলাম ভূঁইয়া (৭৫)। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার রাণীপুরা এলাকার বাসিন্দা।
পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, সকালে তিনি রূপগঞ্জ থেকে চেক সংক্রান্ত একটি মামলার শুনানির জন্য আদালতে আসেন।
শুনানি শেষে বা আদালত প্রাঙ্গণে যাতায়াতের সময়ই এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তিনি।
প্রত্যক্ষদর্শী এক নারী জানান, জেলা আদালতের সামনে ব্যস্ত ঢাকা-নারায়ণগঞ্জ সড়কটি হেঁটে পার হওয়ার সময় চাষাড়া অভিমুখী একটি দ্রুতগতির ট্রাক মাধুলী ইসলাম ভূঁইয়াকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ট্রাকটি রেখে চালক ও তার সহকারী পালিয়ে যায়।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রেহানুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছি। বৃদ্ধ ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে বিচার চাইতে এসে এমন করুণ মৃত্যুর ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে গভীর শোক। এলাকায়ও শোকের ছায়া বিরাজ করছে। স্থানীয়রা আদালত এলাকার সামনে সড়ক পারাপারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।









Discussion about this post