নিজস্ব প্রতিবেদক :
নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের ওপর হামলার চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোররাত তিনটার দিকে ফতুল্লা থানাধীন কাশিপুর ইউনিয়নের পশ্চিম দেওভোগ এলাকার বাঁশমুলি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তার যুবকের নাম আল আমীন ওরফে আক্কা-বাক্কা আলামিন (২৪)।
তিনি গাইবান্ধা সদর উপজেলার বাসিন্দা এবং ওই এলাকায় ভাড়াবাসায় থাকতেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার পেছনে কারা জড়িত তা তদন্ত করে জানা যাবে।
পুলিশ ও এনসিপি সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাঁশমুলি এলাকায় গণভোট উপলক্ষে গণসংযোগকালে প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের ওপর হামলার চেষ্টা হয়। এ সময় সন্দেহভাজন এক যুবকের দেহ তল্লাশি করে তার পোশাকের ভেতর থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়। ধস্তাধস্তির ঘটনায় এনসিপির অন্তত দুই কর্মী আহত হন।
এনসিপি প্রার্থী আব্দুল্লাহ আল আমিন অভিযোগ করে বলেন, অস্ত্রধারী ওই যুবককে কেউ একজন নির্দেশ দিয়ে অনুসরণ করতে বলেছিল।
এলাকায় মাদক ও কিশোর গ্যাংয়ের তৎপরতার কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়দের সহায়তায় তিনি নিরাপদে এলাকা ত্যাগ করেন।
ঘটনাটি নির্বাচনী পরিবেশ ও প্রার্থীর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।









Discussion about this post