নগর প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ড্রামের ভেতর থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৮ জানুয়ারি) সকাল আনুমানিক ৮টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল নয়াপাড়া এলাকার হৃদয়মনি স্কুল সংলগ্ন জালকুড়ি রোডের ক্যানেলপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়রা রাস্তার পাশের ক্যানেলে একটি ড্রাম ভাসতে দেখে সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে থানায় খবর দেয়।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ড্রামটি উদ্ধার করে। পরে ড্রামটি খুলে ভেতরে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ পাওয়া যায়। মরদেহটিতে পচন ধরতে শুরু করেছিল।
প্রাথমিকভাবে নিহত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে পুলিশের ধারণা, যুবককে হত্যা করে মরদেহ গোপন করার উদ্দেশ্যে ড্রামের ভেতরে ভরে ক্যানেলের পানিতে ফেলে দেওয়া হতে পারে।
ঘটনাস্থলে উপস্থিত সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নুরে আলম সিদ্দিক জানান, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ড্রামটি উদ্ধার করা হয়। নিহত যুবকের আনুমানিক বয়স ২৭ থেকে ২৮ বছর। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং হত্যাকাণ্ডের পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ বলেও জানান সিদ্দিক।








Discussion about this post