নিজস্ব প্রতিবেদক :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে খালে ভাসতে থাকা একটি ড্রামের ভেতর থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত পুরুষের মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ।
প্রযুক্তির সহায়তায় আঙুলের ছাপ বিশ্লেষণ করে নিহতের নাম ও পরিচয় নিশ্চিত করা হয়।
রোববার (১৮ জানুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জ থানাধীন দক্ষিণ কদমতলীর নয়াপাড়া খাল থেকে নীল রঙের একটি ড্রামের ভেতর মরদেহটি উদ্ধার করা হয়।
প্রথমে মরদেহটির কোনো পরিচয় পাওয়া না গেলেও পরবর্তীতে পুলিশ জানায়, নিহত ব্যক্তি মো. আলী (৩২)। তিনি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার সাহাবুদ্দিনের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, মরদেহের আঙুলের ছাপ সংগ্রহ করে প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থলে যাওয়া থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম সিদ্দিকী জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া খালে ড্রামটি ভাসতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তারা বিষয়টি পুলিশকে জানালে ড্রামটি তীরে এনে খুলে ভেতরে মরদেহ পাওয়া যায়।
ওসি আব্দুল বারিক আরও বলেন, ড্রামের ভেতরে একটি রশি পাওয়া গেছে এবং নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় মো. আলীকে হত্যা করে মরদেহ ড্রামের ভেতর ভরে খালে ফেলে দেওয়া হয়েছে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।









Discussion about this post