নগর প্রতিনিধি :
নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন এলাকায় অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত মো. সাব্বির (৩৮) ও তার দুই সহযোগীকে দেশীয় অস্ত্র ও অবৈধ মাদকসহ গ্রেপ্তার করেছে র্যাব-১১।
র্যাব জানায়, স্থানীয় সূত্র ও গণমাধ্যমের তথ্যে জানা যায়, ফতুল্লা থানাধীন মাসদাইর গোদারাঘাট এলাকার স্বপন মিয়ার ছেলে মো. সাব্বির একজন কুখ্যাত ডাকাত, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী।
তার বিরুদ্ধে ডাকাতি, চুরি ও মাদকসহ মোট চারটি মামলা রয়েছে। সাব্বির ও তার সহযোগীরা ফতুল্লাসহ দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই, চুরি ও মাদক কেনাবেচার মাধ্যমে দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল।
তাদের অপরাধমূলক কর্মকাণ্ডে এলাকাবাসী ছিল চরমভাবে অতিষ্ঠ। বিষয়টি গণমাধ্যমে প্রচারিত হলে জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ-এর একটি অভিযানিক দল ১৭ জানুয়ারি ২০২৬ ইং বিকেল ৩টা ২০ মিনিটে ফতুল্লা থানাধীন গোদারাঘাট হাজীর মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় দেশীয় অস্ত্র চাপাতি ও অবৈধ মাদক ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত ডাকাত মো. সাব্বির (৩৮) এবং তার দুই সহযোগীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত মো. সাব্বিরের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও হত্যাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।








Discussion about this post