নিজস্ব প্রতিবেদক :
মানবতাবিরোধী অপরাধে আনুষ্ঠানিক অভিযোগ
জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে সংঘটিত ব্যাপক হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে প্রসিকিউশন।
আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর রেজিস্ট্রারের কাছে এই অভিযোগপত্র জমা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
তিনি জানান, জুলাই-আগস্ট গণআন্দোলন চলাকালে সারা দেশের মতো নারায়ণগঞ্জেও ব্যাপক সহিংসতা ও হত্যাকাণ্ড সংঘটিত হয়। তদন্ত সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে এসব ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক চার্জ দাখিল করা হয়েছে। এ মামলায় মোট ১২ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান।
এ ছাড়া তার ছেলে ইমতিনান ওসমান অয়ন, যিনি অয়ন ওসমান নামেও পরিচিত, তাকেও এই মামলার আসামি করা হয়েছে।
প্রসিকিউশন সূত্র জানায়, নারায়ণগঞ্জে জুলাই-আগস্ট সময়ে সংঘটিত হত্যাকাণ্ডের সংখ্যা ছিল তুলনামূলকভাবে বেশি।
অভিযোগ রয়েছে, এসব ঘটনায় আওয়ামী লীগ ও যুবলীগের সঙ্গে সংশ্লিষ্ট সশস্ত্র ব্যক্তিরা জড়িত ছিলেন। সেই প্রেক্ষাপটেই মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা দায়ের করা হয়।
ইতোমধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তবে তদন্ত ও গ্রেপ্তারের স্বার্থে এই মুহূর্তে সব আসামির নাম প্রকাশ করা হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আইন বিশেষজ্ঞদের মতে, এই অভিযোগপত্র দাখিলের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার বিচার প্রক্রিয়া নতুন একটি গুরুত্বপূর্ণ ধাপে প্রবেশ করল।
এখন ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রমের মধ্য দিয়েই নির্ধারিত হবে অভিযুক্তদের দায় ও দায়বদ্ধতা।








Discussion about this post