প্রধান প্রতিবেদক :
প্রশাসনিক পুনর্বিন্যাসে দেশের গুরুত্বপূর্ণ শিল্প ও জনবহুল জেলা নারায়ণগঞ্জ পেল নতুন স্বীকৃতি।
উপদেষ্টা পরিষদের অনুমোদনে জেলার বুকে প্রতিষ্ঠা পাচ্ছে নতুন থানা—‘পূর্বাচল দক্ষিণ’।
দীর্ঘদিন ধরে জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ণ ও নিরাপত্তা চাহিদার বাস্তবতায় এ সিদ্ধান্তকে সময়োপযোগী বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।
অন্তর্বর্তী সরকারের মেয়াদে এটিই ছিল নিকারের প্রথম সভা।
সভায় গৃহীত মোট ১১টি প্রস্তাবের মধ্যে নারায়ণগঞ্জ জেলার জন্য সবচেয়ে তাৎপর্যপূর্ণ
সিদ্ধান্ত হলো—পূর্বাচল দক্ষিণ থানা স্থাপন। বিশেষ করে পূর্বাচল ঘিরে আবাসন প্রকল্প, শিল্পায়ন ও যোগাযোগ ব্যবস্থার দ্রুত বিস্তারের ফলে আইনশৃঙ্খলা ও প্রশাসনিক সেবার চাপ বেড়েছে। নতুন থানা স্থাপনের মাধ্যমে সেই চাপ কমবে বলে আশা করা হচ্ছে।
এদিন একই সভায় গাজীপুরে ‘পূর্বাচল উত্তর’, কক্সবাজারে ‘মাতারবাড়ী’ এবং নরসিংদীতে রায়পুরা ভেঙে নতুন থানা স্থাপনের প্রস্তাবও অনুমোদন পায়। তবে নারায়ণগঞ্জের ক্ষেত্রে পূর্বাচল দক্ষিণ থানা ভবিষ্যৎ নগর ব্যবস্থাপনায় একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রশাসনিক সূত্র বলছে, নতুন থানা কার্যকর হলে পূর্বাচল সংলগ্ন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, নাগরিক সেবা এবং সরকারি কার্যক্রমে গতি আসবে। একই সঙ্গে নারায়ণগঞ্জের প্রশাসনিক কাঠামো আরও সুসংগঠিত হবে।
বিশেষজ্ঞদের মতে, শিল্পনগরী নারায়ণগঞ্জের ক্রমবর্ধমান গুরুত্ব বিবেচনায় এ ধরনের সিদ্ধান্ত ভবিষ্যতে আরও নেওয়া হলে জেলার সামগ্রিক শাসনব্যবস্থা ও নিরাপত্তা ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে।









Discussion about this post