সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
সিদ্ধিরগঞ্জে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় জিয়াউল হক (৪০) নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছেন।
একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইটবাহী মিনি ট্রাকের চালক।
আজ শনিবার (২৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে মহাসড়কের মাদানীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের উত্তর পাশে মক্কা মদিনা কার্গো সার্ভিসের একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-২২-৩০৮৭) দাঁড়িয়ে চাকায় হাওয়া দিচ্ছিল।
এ সময় দ্রুতগতিতে আসা এন.এস. বিল্ডার্সের একটি ইটবাহী মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ড-১৪-৫৬৯৯) নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটির পেছনে সজোরে ধাক্কা দেয়।
সংঘর্ষের তীব্রতায় কাভার্ডভ্যানটি সড়কের ঢালে গিয়ে আটকে যায় এবং ইটবোঝাই ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার মুহূর্তেই ট্রাকের চালকের পাশে বসে থাকা হেলপার জিয়াউল হকের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।
ঘটনাস্থলেই তার মৃত্যু হয়, যা প্রত্যক্ষদর্শীদের মধ্যে শোক ও আতঙ্ক ছড়িয়ে দেয়।
দুর্ঘটনায় গুরুতর আহত ট্রাকচালককে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের সার্জেন্ট খুরশীদ জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে কাভার্ডভ্যানটি রাস্তার পাশে দাঁড়িয়ে চাকায় হাওয়া দিচ্ছিল। এ সময় পেছন থেকে ইটবাহী মিনি ট্রাকটি ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। নিহত জিয়াউল হকের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের ক্যাম্পে রাখা হয়েছে এবং তার পরিচয় ও ঠিকানা শনাক্তের চেষ্টা চলছে।
এ দুর্ঘটনা আবারও মহাসড়কে দাঁড়িয়ে থাকা যানবাহন ও অতিরিক্ত গতির ঝুঁকি নিয়ে প্রশ্ন তুলেছে। স্থানীয়রা দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন, যাতে এ ধরনের মর্মান্তিক প্রাণহানি আর না









Discussion about this post