নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
নারায়ণগঞ্জ থেকে প্রত্যাহার হওয়া পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশীদের দুর্নীতির অভিযোগ ও ক্ষমতা অপব্যাবহারের তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট মামলাটির শুনানি স্ট্যান্ডওভার (মুলতবি) রেখেছেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী সালেহ উদ্দিন। রিটে আলোচিত এ পুলিশ সুপারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ ও ক্ষমতা অপব্যাবহারের তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে।









Discussion about this post