আটকের সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, এ ঘটনায় আটকৃতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে এ মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার (২২ নভেম্বর) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
আড়াইহাজার প্রতিনিধি :
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আড়াইহাজারে আট জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বৃহম্পতিবার (২১ নভেম্বর) রাতে উপজেলার ধন্দী ভিটিকামালদী এলাকার একটি পুকুরপাড়ে বসানো জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের আদালতে পাঠানোর পর সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুন নাহার ইয়াসমিন প্রত্যেক জুয়ারীকে জরিমানা সাপেক্ষে মুচলেকা দিয়ে মুক্তির আদেশ প্রদান করেন ।
আদালতের উপ পরিদর্শক কামাল হোসেন সকল জুয়ারি মুচলেকা ও জরিমানা প্রদান করায় মুক্তি দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন।
আটকৃতরা হলো-উপজেলার ঝাউগড়া এলাকার নাসিরউদ্দিনের ছেলে খোকন (৪২), ভিটিকামালদী এলাকার মৃত আক্তার মিয়ার ছেলে সারোয়ার ভূঁইয়া স্বপন (৪২), একই এলাকার মৃত আবু বকর মিয়ার ছেলে জাকির হোসেন (৩০), মৃত কদম আলীর ছেলে আমান মিয়া (৩৫), ধন্দী বাজার এলাকার মতিনের ছেলে আনার মিয়া (৪০), বুরুমদী এলাকার ফজলুল হকের ছেলে শফিকুল ইসলাম (৩৬), একই এলাকার মৃত জজ মিয়ার ছেলে নুরুল হক (৩৩) এবং সোনারগাও থানার শেখেরকান্দী এলাকার মৃত মালেক ভূঁইয়ার ছেলে শফিকুল ইসলাম (৩৪)।









Discussion about this post