নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
গোডাউনের ভাড়া চাওয়ায় গালমন্দ করার অভিযোগ উঠেছে বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি লিটন সাহার বিরুদ্ধে।
এ বিষয় সোমবার ২৫ নভেম্বর দুপুরে ম্যানেজার আবুল কাশেম বাদী হয়ে লিটন সাহা সহ তিনজনের নাম উল্লেখ করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অন্য অভিযুক্তরা হলেন নেপাল চন্দ্র সাহা (৬৫) ও ছেলে গৌতম চন্দ্র সাহা (৪৫)।
অভিযোগে আবুল কাশেম উল্লেখ করেন, তিনি ১২ বছর ধরে লুৎফর রহমানের শহরের টানবাজারস্থ ৫৫/৪ রেলী ব্রাদার্স গোডাউনের ম্যানেজার হিসেবে কর্মরত। নেপাল চন্দ্র সাহা মাসে ৪০ হাজার টাকায় গোডাউন ভাড়া নেয়। কিন্তু গত জুলাই হতে চলতি নভেম্বর পর্যন্ত ২ লাখ লাখ টাকা না দিয়ে নিজের মত ব্যবসা করে আসছে। নেপাল চন্দ্রের কাছে ভাড়া চাইতে গেলে ২৪ নভেম্বর দুপুর সে সহ তার ছেলে গৌতম চন্দ্র সাহা গোডাউনে ডেকে নেয়। সেখানে নিয়ে গৌতম মোবাইলে ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি লিটন সাহাকে ধরিয়ে দেয়। ওই সময়ে লিটনকে ভাড়ার কথা বলে উল্টো আমাকে (আবুল কাশেম) ও মালিক লুৎফর রহমানকে অশ্লীল ভাষায় গালাগাল করে।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরির্দশক (তদন্ত) জয়নাল আবেদীন মন্ডল জানান, আবুল কাশেম নামে এক গোডাউনের গুদাম ম্যানেজারকে গালমন্দ করেছে এমন একটি অভিযোগ পেয়েছি তা তদন্ত করে দেখা হচ্ছে।









Discussion about this post