নারায়ণঘঞ্জ নিউজ আপডেট :
নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জে ছোট বেলায় দেখতাম রেগুলার নাটক হতো। নাটকের পর নাটক হতো। আমি নিজেও জীবনে একটা নাটক করেছিলাম। তবে নারায়ণগঞ্জে যে নাটক চলছে তা দেখতে দেখতে আমিও নাটক শিখে গেছি। এখন ধরাই যায় না কোনটা নাটক আর কোনটা সত্য। আমিও নাটক করবো। নাটক আমি খুব পছন্দ করি। আগে ছোটবেলায় দেখতাম আমাদের নারায়ণগঞ্জে একের পর এক নাটক হতো। এখন আর হয় না। নাটক এখন প্রায় বিলুপ্তের পথে।
শনিবার (৩০ নভেম্বর) রাতে জেলা গণগ্রন্থাগারে নারায়ণগঞ্জের সম্মিলিত নাট্যকর্মী জোটের নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ শামীম ওসমান এসব কথা বলেন।
তিনি বলেন, আমি পার্লামেন্টে প্রায় সময়ই মজা করি যেমন, সবশেষ অধিবেশনেও আমি আমাদের আসাদুজ্জামান নুর ভাই আমাদের যে আছে তাকে আমি বললাম যে আপনি আমাকে একটা নাটকে সুযোগ দিলেননা, তো তিনি বলতেছে কি অভিনয় করবা? আমি বললাম একটা অভিনয় শুধু দিবেন আর যা দিবেন দিয়েন; মহিলা মানুষ শুধু ধরতে পারবো না এটায় সমস্যা আছে। এরপর তিনি (আসাদুজ্জামান নূর) বললেন আমি একটা নাটক করবো সেটার মধ্যে আমি জমিদার। তারপর আমি বললাম তাহলে আমি কি? তিনি বললেন তুমিই বলো তুমি কি? আমি বললাম আমি জমিদারের চামচা। তখন সুবর্ণা মোস্তফা বলতাছে আমি জমিদারনী এবং আমি বললাম কোন সমস্যা নেই। আসলে এই মাধ্যমটা আমি খুব পছন্দকরি। এই নাটকের মাধ্যমেই কিন্তু স্বাধীনতা সংগ্রামের কথা ছড়িয়ে দেয়া হয়েছিলো এবং তখন পাকিস্তানিরা বুঝতনা যে কিভাবে নাটকের মাধ্যমে মানুষকে উজ্জিবীত করা হচ্ছে।
নাট্যকর্মীদের উদ্দ্যেশে তিনি বলেন, পৌর পাঠাগার ছিলো আগে শুনলাম ওইটার আবস্থা খুবই খারাপ নাটক করার উপযুক্ত নয়, জিয়াহল আছে ওইটার অবস্থা খুবই খারাপ শিল্পকলা ভবন দেরি হচ্ছে আমি এটাকে তরান্বিত করার চেষ্টা করবো যাতে খুব দ্রুত হয়। এটা শীতের মৌসুম চাইলে মঞ্চ তৈরী করে মাঠে নাটক করা যায় তবে আপনারা উদ্যোগ নেন নাটক করার জন্য যত রকমের সহযোগিতা লাগবে আমি করবো। পারলে আমারেও একটা ছোটখাটো রোল দিও আমিও অভিনয় করবো। আমি চাই, আমার খুব নাটক করতে ইচ্ছে করে। সারা দুনিয়াতে এবং নারায়ণগঞ্জে যত নাটক চলতেছে এখন সেই নাটক দেখতে দেখতে নাটক মোটামুটি শিখে গেছি আসল আর নকল কোনটা সেটা বোঝাই যায়না।
তিনি আরো বলেন, নাটক করার জন্য যেটা সবচেয়ে বেশি দরকার উৎসাহ ও অর্থ আমি যতটুকু পারি এই দুটোই আমি করবো কিন্তু আপনারা দেরি করবেন না। সামনে বিজয়ের মাস ডিসেম্বর মাস এটাই তো নাটকের সময় এই বিষয়গুলো মাথায় রেখে নাটক করেন। একটা মঞ্চ করেন পর পর সিরিয়ালে আপনারা নাটক করেন তাহলে দেখবেন নতুন প্রজন্ম দেখবেন এই নাটকের প্রতি আবারও আকৃষ্ট হবে।
নারায়ণগঞ্জ জেলা নাট্যকর্মী জোটের সভাপতি হুমায়ূন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা কালচারাল অফিসার রুনা লায়লা, সম্মিলিত নাট্যকরমী জোটের সাধারণ সম্পাদক মাসুদ রানা মিন্টু, সিনিয়র সহ সভাপতি দেওয়ান মো হানিফ ,নাট্যকমিটির সহ-সভাপতি শাহজাহান, পানি উন্নয়ন বোডের প্রধান প্রকৌশলী মো আজিজুল হক কেন্দ্রীয় তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়ন কমিটির সভাপতি কাজিম উদ্দিন প্রধান, নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশনের ১০ ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম সজল, বিকেএমইএর পরিচালক কবির হোসেন প্রমুখ।









Discussion about this post