নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
জেলা প্রশাসক মো.জসিম উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইডস রোগীদের জন্য কাজ করছে এবং সরকারও বহু পদক্ষেপ নিয়েছে। কিন্তু তার সুবিধা তারা পাচ্ছে না। এইডস রোগীদের দূরে সরিয়ে না দিয়ে তাদের কাছে ডেকে আনতে হবে। তারাতো আপনাদের আপজন। তাদেরকে সচেতন করতে হবে। জনসচেতনতাই পারে সমাজ থেকে এইডস নিরাময় করতে।
রোববার (১ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সিভিল সার্জনের আয়োাজনে ”এইডস নির্মূলে প্রয়োজন, জনগণের অংশগ্রহণ” এ শ্লোগানে বিশ্ব এইডস দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জসিম উদ্দিন বলেন, নারায়ণগঞ্জেও আমরা এইডসের বিষয়ে অনেক উদ্যোগে নিয়েছি। বিভিন্ন এনজিওগুলো এবিষয়ে কাজ করছে। এইডস নিরাময় করতে হলে সমাজের মধ্যে সামাজিক জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। জনসচেতনতাই পারে সমাজ থেকে এইডস নিরাময় করতে। তাই সবাইকে সচেতন হতে হবে।
সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মাসুম বিল্লাহ, নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) আবাসিক মেডিক্যাল অফিসার ডা.আসাদুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহিন্দ্র কুমার মন্ডল, এনজিও নেটওয়ার্কের নির্বাহী পরিচালক প্রদীপ কুমার দাশ, আদর্শ মহিলা কল্যাণ সোসাইটির সভানেত্রী এড.নুর জাহান বেগম, বন্ধু স্যোশাল ওয়েল ফেয়ার সোসাইটির পরিচালক হুমায়ূন কবির প্রমুখ।
এর আগে বিশ্ব এইডস দিবস উপলক্ষে জেলা সিভিল সার্জনের আয়োজনে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং ও এনজিওগুলো অংশগ্রহণ করে ।









Discussion about this post