নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের অফিস সহকারী (নাজির) প্রণকৃঞ্চকে অলংকার বাকি না দেয়ার মারধরের ঘটনায় এবার জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের কাছে বিচার দাবীদত আবেদন করেছেন নির্যাতিত স্বর্ণ ব্যবসায়ী চন্দন কুমার বর্মন । মঙ্গলবার ১০ ডিসিম্বর দুপুরে জেলা প্রশাসকের কাছে নাজির প্রাণকৃঞ্চের বিরুদ্ধে অভিযোগ জমা দেন ।
চন্দন কুমার বর্মনের দায়ের করা অভিযোগপত্র :

ঘটানর বিবরণে প্রকাশ, জেলার সকল সেক্টরে দীর্ঘদিন যাবৎ ব্যাপক চাঁদাবাজি করে রক্ষা পেলেও এবার নারায়ণগঞ্জ শহেরর কালীরবাজারে স্বর্ণ কিনতে এসে জুয়েলারী দোকানীর সাথে প্রভাব বিস্তার করতে গিয়ে তান্ডব চালিয়েছে প্রাণ কৃঞ্চ। এতে বিক্ষুব্ধ হয় উটেছে স্বর্ণশিল্পী সমিতির সদস্যরা ।
রোববার ৮ ডিসেম্বর মধ্যরাত ও সোমবার সকাল থেকেই নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নাজির প্রাণ কৃঞ্চের বিচার দাবীতে সোচ্চার হয়ে উঠেছে জুয়েলারী ব্যবসায়ী ও কর্মচারীদের হাজারো মালিক শ্রমিক ।
শনিবার রাত সাড়ে ৯টায় শহরের কালীরবাজারের রাধিকা স্বর্ণ শিল্পালয়ে স্ত্রী ও ভাতিজাকে নিয়ে আসেন নাারয়ণগঞ্জ জেলা প্রশাসকের নাজির প্রাণকৃঞ্চ । এ সময় অলংকার বাকী চাওয়ায় তাতে অপারগতা প্রকাশ করে দোকানী চন্দন কুমার বর্মন । এতেই ক্ষিপ্ত হয়ে প্রাণ কৃঞ্চ ও তার ভাতিজা পিয়াস বণিক জুয়োলারী দোকানের ভিতরেই পিটিয়ে, চর থাপ্পর মেরে কান দিয়ে রক্ত জড়ায় চন্দন কুমার বর্মনের ।
এমন ঘটনায় পরিস্থিতি উত্যপ্ত দেখে দ্রুত নাজির প্রাণকৃঞ্চ ও তার ভাতিজাসহ আরো কয়েকজন টেক্সীতে করে চলে যাওয়ার সময় হুমকি দিয়ে বলেন, “ আমি ডিসির পিএ/ নাজির, চিনে রাখ তোকে কালকে সকালেই মোবাইল কোর্ট করে জেল খাটাবো ।”
জুয়েলারীর দোকানে এভাবে একজন নাজিরের হামলা ও মারধরের ঘটনায় চন্দন কুমার বর্মনকে প্রথমে জেনারেল হাসপাতালে চিকিৎসার ব্যবস্থার সাথে সাথে পুরো কালীর বাজার স্বর্ণ পট্টিতে সমিতির কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে রাতেই উত্যাপ্ত হয়ে উঠলে কর্মকর্তাগণ সকলকে শান্ত করতে সকাল পর্যন্ত সময় বেধে দেয়া হয় ।
এ বিষয়ে জানতে রাতেই নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নাজির প্রাণ কৃঞ্চের মুঠোফোনে রোববার মধ্যরাতেই নারায়ণগঞ্জ নিউজ আপডেট এর পক্ষ থেকে যোগাযোগ করলে, তিনি প্রতিবেদককে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বারবার অনুরোধ করেন । এবং বিষয়টি তার অন্যায় হয়েছে বলেও স্বীকার করেন ।
এ বিষয়ে ৯ ডিসেম্বর সোমবার সকালে প্রাণ কৃঞ্চের ছোট ভাই জীবন কৃঞ্চ বণিক কালীর বাজার স্বর্ণ পট্টিতে অবস্থান করে বিষয়টি ধামাচাপা দিতে প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছে ।
ঘটানর বিবরণে আরো জানা যায়, প্রাণ কৃঞ্চ দীর্ঘ দিন যাবৎ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নাজীর হিসেবে কাজ করে একই সাথে বিশাল বাহিনী তৈরী করে নানা অপকর্ম করে আসছিলো বলে জোড় অভিযোগও রয়েছে ।
নাম প্রকাশ না করার অনুরোধ করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের দপ্তরের অনেকেই বলেন, নাজির প্রাণকৃঞ্চ খুবই ধূর্ত মানুষ । মেয়ের বিয়ে উপেলক্ষে তিনি জেলা প্রশাসকের দোহাই দিয়ে ব্যাপক চাঁদাবাজি করে যাচ্ছে । এরই ফলশ্রুতিতে স্বর্ণ পট্টিতে বাকীতে অলংকার আনতে গিয়েই এমন তান্ডব চালিয়েছে বলে অভিযোগ উঠেছে । খবরটি রাতেই জেলা প্রশাসকের দপ্তরের অনেকের কাছে পৌছার পর আজ সোমবার সকালে সকলেই বিষয়টি জেনেছেন । এবং প্রাণ কৃঞ্চ বিষয়টি ধামাচাপা দিতে অফিসের সকলের কাছে বলে বেড়াচ্ছেন তাকে গালি দেয়ার কারণেই এমনভাব পিটিয়েছেন চন্দন কুমার বর্মনকে ।
এ বিষয়ে কালীরবাজার স্বর্ণ শিল্পী সমিতির সভাপতি অরুন কুমার দত্ত বলেন, জেলা প্রশাসকের নাজির হয়ে এমন আচরণ আমরা কেউ মেনে নিতে পারছি না । প্রাণকৃঞ্চ ও তার বাহিনীর এমন মারপিটের বিচার দাবীতে আমরা প্রয়োজনে আন্দোলনে যাবো । পুরো সমিতি বিচার দাবীতে প্রযোজনে মার্কেট বন্ধ করে দেয়া হবে ।









Discussion about this post