নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
এলিট শ্রেণীর ক্লাব হিসেবে নানাভাবে আলোচিত সমালোচিত নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড এর নির্বাচন সম্পন্ন হয়েছে । সভাপতি পদে ৫২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তানভীর আহমেদ টিটু । অপরদিকে তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী মাহবুবুর রহমান মাসুম পেয়েছেন ৩১১ টি ভোট।
শনিবার সকাল ৯টায় থেকে শুরু হওয়া এ ভোটগ্রহন চলে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে ১১৪৫ জন ভোটারের মধ্যে ৮৪১জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর ভেতর ভোট বাতিল হয়েছে ৮ টি।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। সহকারী কমিশনার হিসেবে ছিলেন জি এম ফারুক ও হাবিবুর রহমান বাদল।
জানা যায়, সভাপতির পদ ব্যাতিত অন্য দশটি পদে প্রার্থীরা ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
এদিকে ভোটকেন্দ্র পরিদর্শন ও ভোট দিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাসিক মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা, সাবেক সাংসদ এডঃ হোসনে আরা বাবলী।
নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিতরা হলেন সহ-সভাপতি পদে ডা. একে শফিউল আলম ফেরদৌস ও বিপ্লব সাহা। পরিচালক পদে খাজা একরামুল হক টিটু, কৌশিক সাহা, সাইদুল্লাহ হৃদয়, শাহিন, এসএম শাহিন, আশিক উজ জামান, ইদী আমিন ইবরাহীম খলিল ও তোফাজ্জল হোসেন মুকুল ।
উল্লেখ্য, প্রার্থীদের মধ্যে টিটু হলেন এমপি শামীম ওসমানের শ্যালক । আর মাহবুবুর রহমান মাসুম প্রেস ক্লাবের সভাপতি। ২০১৬ সালে টিটু বিনা প্রতিদ্বন্ধিতায় প্রথমবারের মত সভাপতি হন । পরবর্তীতে ২০১৭ সালে টিটুর প্রতিদ্বন্দ্বি হন মাসুম। ওই নির্বাচনে টিটু জয়লাভ করেন ।

নিয়ম অনুযায়ী টানা তিনবার নির্বাচনে অংশগ্রহণ করতে না পারার বিধান থাকায় ২০১৮ সালের নির্বাচেন সভাপতি নির্বাচিত হন এম সোলায়মান। তবে এবার আবারও সভাপতি পদে প্রার্থী হয়েছেন তানভীর আহমেদ টিটু। এই নির্বাচনে সভাপতি পদ বাদে বাকি পদগুলোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা।
সন্ধ্যার পর বেসরকারীভাবে ফলাফল ঘোষণার পর ক্লাবের ভেতরে ও বাইরে টিটু সমর্থকেরা উল্লাস শুরু করতে থাকে। সেখানে হর্ষধ্বনি আর বিজয় উল্লাস শুরু হয়।









Discussion about this post