এনএনইউ রিপোর্ট :
সারা বিশ্বের মতো নারায়ণগঞ্জে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন। খ্রিষ্ট ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে প্রভু যিশুর এ ধরায় আগমন ঘটেছিল ।
খ্রিষ্টান ধর্মাবলম্বীদের মতে, খ্রিস্টধর্মের প্রবর্তক যিশু খ্রিস্ট ২৫শে ডিসেম্বরের এই দিনে বেথলেহেম নগরীতে অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর অনুসারী খ্রিস্টান সম্প্রদায় যিশু খ্রিস্টের জন্মের দিনকে স্মরণে রাখতে প্রধান ধর্মীয় উৎসব ক্রিসমাস পালন করে আসছে।
বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টায় শহরের চাষাঢ়ায় বঙ্গবন্ধু সড়কের পাশে সাধু পৌলের গীর্জা খ্রিষ্ট ধর্মাবলম্বীদের প্রার্থনার মধ্যে দিয়ে দিনটি উদযাপন শুরু হয়। প্রার্থনা শেষে ধর্মীয় সঙ্গীত পরিবেশন করা হয়। বেলা ১১টায় শিশু কিশোরদের নিয়ে প্রভু যিশুর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। পরে শিশু সহ বিভিন্ন বয়সী নারী পুরুষের মধ্যে কেক, চকলেট ও মিষ্টি বিতরণ করা হয়। অন্যদিকে ব্যাপ্টিস্ট চার্চের সকাল সাড়ে ১০ টায় প্রার্থনার মধ্য দিয়ে বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। দুপুর সাড়ে ১২টায় কেক কাটা,মঙ্গল প্রার্থনার মধ্যে দিয়ে সমাপ্ত হয়।
এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন, পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মনিরুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত হয়ে কেক কেটে সকলকে বড়দিনের শুভেচ্ছা জানান। এদিকে বড়দিন উপলক্ষে মঙ্গলবার থেকেই দুটি গীর্জায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সকালে এ নিরাপত্তা আরো বেশি জোরদার করা হয়। গীর্জার প্রধান ফটকের সামনে ছিল র্যাব ও পুলিশের টহল টিম ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, বড় দিনে নিজের মনকে বড় করতে হবে। ত্যাগের মহানুভবতা আমাদের শিখতে হবে। বড়দিনের মাহাত্মকে আমাদের নিজেদেরে ত্যাগের ও ভালোবাসার মাধ্যমে সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে।
পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মনিরুল ইসলাম বলেন, যিশু খ্রিষ্ট পাপ মোচনের জন্য এই দিনে পৃথিবীতে এসেছিলেন। বড় দিন শুধু আনন্দ করার দিন নয় নিজের মনকে বড় করার দিন। নিজের মনের পাপ , কালিমা পরিত্রান করে এই বড় দিন উদযাপন করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রতির জন্য বাংলাদেশ আজ পুরো বিশ্বে সম্মানিত। এতো সুন্দর সাম্প্রদায়িক সম্প্রতি আর কোথাও দেখা যায় না। সকল ধর্মীয় অনুষ্ঠানের মতো বড়দিনের অনুষ্ঠানটি শান্তিপূর্নভাবে সম্পাদনের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছি।
বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও সাধু পৌলের গির্জার সাধারণ সম্পাদক পিন্টু পলিকাপ পিউরিফিকেশন বলেন, আজকে সকলের মঙ্গলের জন্য প্রার্থনা করছি। শান্তি ও ন্যায্যতা প্রতিষ্ঠায় যিশু খ্রীষ্টের শিক্ষা বিশেষ ভূমিকা রাখতে পারে।









Discussion about this post