সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক ট্রাক চালককে হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।
বুধবার ভোরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল ডাচ-বাংলা ব্যাকের সামনে এ ঘটনাটি ঘটে। নিহত ওই চালকের নাম সিরাজ (৩২)। সে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার কৈখালিপাড়া এলাকার মো: মনু মিয়ার ছেলে।
নিহত ওই চালকের সহকারি রাজুর বরাদ দিয়ে পুলিশ জানায়, বুধবার রাত ৩টায় নারায়ণগঞ্জের ফতুল্লা শিয়াচর এলাকা থেকে কার্টুন বোঝাই একটি ট্রাক আশুলিয়া যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। ট্রাকটি সিদ্ধিরগঞ্জের শিমরাইল ডাচ-বাংলা ব্যাংকের সামনে আসলে অজ্ঞাত কয়েকজন দূর্বৃত্ত তাদের ওপর অতর্কিত হামলা করে ।
দুর্বৃত্তরা জোর পূর্বক ট্রাক চালক সিরাজের কাছে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নিতে চেষ্টা করে। সে সময় সিরাজ দূর্বৃত্তদের নিবৃতের চেষ্টা করে । ধস্তাধস্তির এক পর্যায়ে দুর্বৃত্তরা সিরাজকে ছুরিকাঘাত করে।
পরে সিরাজের সহকারি রাজু চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা পারিয়ে যায়। এসময় আশেপাশের লোকজন সিরাজকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজে পাঠিয়ে দেয়। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সিরাজকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক জানায়, অজ্ঞাত দুর্বৃত্তেদের ছুরিকাঘাতে ট্রাক চালক সিরাজ নামে এক ব্যাক্তি নিহত হয়েছে। বুধবার রাত আনুমানিক পৌনে ৪টায় শিমরাইল ডাচ-বাংলা ব্যাংকের সামনে ঘটনাটি ঘটে। এঘটনায় এখনো থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। তারপরেও আমরা ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা করছি। নিহতের পরিবারের লোকজন লিখিত অভিযোগ দিলে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবো ।









Discussion about this post