নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে ব্যাপক আলোচিত-সমালোচিত মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী।
যার অসংখ্যা কথার খন্ড বিশেষ ভাইরাল হয়ে মানুষের মুখে মুখে ছড়িয়ে পরেছে সারা দেশে।।
এর মধ্যে নারায়ণগঞ্জের বন্দর এলাকার সন্তান প্রত্যায় হিরনের ট্রল করা ভিডিও সবচেয়ে আলোচনায় আসে। যেই ভিডিও’র কারনে প্রত্যয় হিরনকে নিয়ে তাহেরী হুজুর পরবর্তীতে বক্তব্য রেখে আরেক দফা ট্রলের শিকার হয়েছিল। সেই প্রত্যায় হিরনের এলাকার এক দরবার শরিফের অনুষ্ঠানে আসেন তাহেরী।
৩১ জানুয়ারি (শুক্রবার) সকাল ১০টায় বন্দরের কুতুববাগ দরবার শরিফের আসেন মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী। এই দরবারের ওরছ শরীফ ও বিশ্ব জাকের ইজতেমায় ওয়াজ মাহফিলে তিনি বক্তব্য রাখেন সকাল ১১টা থেকে ১২ পর্যন্ত।
অসংখ্য মানুষ আগ্রহ নিয়ে ওই মাহফিলে উপস্থিত ছিলেন। অনেকেই উপস্থিত ছিলেন ভাইরাল হওয়ার মতো কোন বক্তব্য আসে কিনা। তাহেরীর স্বাভাবসুলভ বক্তব্য দিন শুনতে পায়নি বন্দরবাসী।
মাহফিলে উপস্থিত অনেকেই বলেন, একেবারেই ভিন্ন রূপে বয়ান করেছেন তাহেরী। তার বক্তব্য পুরোটাই ছিল কোরআন সুন্নার আলোকে। কোন রকম মজা করা বা ট্রল করার মতো কেনা সংলাপ তিনি বলেন নাই।
গত কয়েক বছরে বিভিন্ন মাহফিলে তার বক্তব্যের খন্ডাংশ, যেমন ‘একটু চা খাব? …ঢেলে দেই ?’, ‘বসেন বসেন’, ‘আমিতো ভালা না ভালা লইয়া থাইকো’ ইত্যাতি বেশ ট্রল হতে থাকে। তার এ সব বক্তব্য নিয়ে অনেকেই ভিডিও চিত্র বানিয়ে স্যোশাল মিডিয়াতেও আলোচনায় আসে। এর মধ্যে নারায়ণগঞ্জের ছেলে প্রত্যায় হিরণ ছিল সবচেয়ে আলোচিত।









Discussion about this post