রূপগঞ্জ
রূপগঞ্জে ড্রেনের ভেতর থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে তারাবো পৌরসভার তেতলাবো এলাকা থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের বিষয়টি গণমাধ্যম কে নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান ।
তিনি জানান বিলের মধ্যে পানি যাওয়ার রাস্তা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি মাডার মামলা করা হবে। লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।
ফতুল্লা
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে কাভার্ডভ্যানের ধাক্কায় সেন্টু মিয়া (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ডভ্যান ও চালক নুরুল ইসলামকে আটক করেছে পুলিশ।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ঢাকা-নারায়ণগঞ্জ রোডের নম পার্ক এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেন্টু মিয়া দাপা ইদ্রাকপুরের ব্যাঙ্ক কলোনী এলাকার তারা মিয়ার ছেলে।
জানা যায়, নিহত সেন্টু মিয়া রামারবাগের একটি খামারে কাজ করত। ঘটনার সকালে সে খামারের জন্য ঘাস কাটতে বের হয়। ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের নম পার্ক এলাকার সামনে দিয়ে রোড পাড় হবার সময় নারায়ণগঞ্জমুখী ঢাকা মেট্রো ট ১৮-৯২৪৩ কাভার্ডভ্যানটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, `সকালে এক কাভার্ডভ্যানের ধাক্কায় একজন নিহত হয়েছে। চালক বর্তমানে গাড়িসহ আটক রয়েছে এবং লাশ মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।
আড়াইহাজার
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডোবার পানিতে পড়ে সাকিব নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘাটে। এই সময় আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক খালেদা আক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাকিব (২) আড়াইহাজারের প্রভাকরদী এলাকার কাওসারের ছেলে।
এলাকাবাসী জানায়, শিশুটি বাড়িতে উঠানে একা খেলা করছিল। এক পর্যায়ে সে নিখোঁজ হয়ে পড়ে। তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছিল না। সবার অজানতে সে পাশেই একটি ডোবার পানিতে পড়ে যায়। পরে তার নিথর দেহ ভেসে উঠে।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক খালেদা আক্তার জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। মনে হচ্ছে পানিতে পড়ে শ্বাসযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।









Discussion about this post