মোঃ শাহজাজহান কবির, আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি:-
আড়াইহাজারে ত্রাণ নিয়ে বাড়ী ফেরার পথে ঝড়ের কবলে পড়ে আসমা (৪৫) নামে এক মহিলার মৃত্যূ হয়েছে। এক রাত নিখোঁজ থাকার পর শনিবার সকালে চন্দনপুরা চক থেকে তার লাশ উদ্ধার করেছে পরিবারের লোকজন। ঘটনাটি ঘটেছে উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা চন্দনপুরা এলাকায়।
নিহত আসমা ওই গ্রামের আবুল হোসেনের স্ত্রী। পরিবারের লোকজন জানান, শুক্রবার সন্ধ্যায় দয়াকান্দা গ্রামের বিত্তশালী জাকির হোসেনের বাড়ী থেকে ত্রাণ নিয়ে বাড়ী ফিরছিলেন আসমা। পথে চন্দন পুরা চকে যাওয়া মাত্র ঝড় তুফান শুরু হয়। সেখানে পড়েই মৃত্যু বরণ করেন আসমা। সারা রাত খোঁজা খূঁজির পর শনিবার ভোরে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে পরিবারের লোকজন। তার নেয়া ত্রাণ সামগ্রী লাশের পাশেই পড়েছিল। নিহতের দুই ছেলে এক মেয়ে রয়েছে তার স্বামী মাছ ধরে জিবীকা নির্বাহ করে ।পরিবারের লোকজন জানান, প্রচন্ড ঝড় তুফানের কবলে পড়েই আসমার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে তাদের কারো বিরুদ্ধে কোন অভিযোগ নাই।
এ ব্যপারে আড়াইহাজার থানার ওসি (তদন্ত) মোঃ আমির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ঝড়ের কবলে পরে আসমা হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। এ মৃত্যূর ব্যপারে নিহতের পরিবারের কারো কোন অভিযোগ নেই বলে তিনি জানান।









Discussion about this post