করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশীপুরের পশ্চিম দেওভোগ (হাসেমবাগ) বাংলাবাজারের আবু সাইদ মাতবর (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) সকালে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে তিনি মারা গেলে নিহতের লাশ রাজধানীতে দাফন করা হবে বলে জামিয়েছেন নিহতের পরিবারের লোকজন ।
এর আগে তিনি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। নিহতের পরিবারের সদস্যরাই বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত ব্যাক্তি পশ্চিম দেওভোগ বাংলাবাজারের আওয়ামী লীগ নেতা মেহেদী হাসানের বাবা ।
মূলতঃ আবু সাইদ মাদবরের পৈত্রিক বাড়ি মুন্সীগঞ্জের টংগিবাড়ি উপজেলার আড়িয়ল এলাকায় হলেও পোষাক তৈরির ব্যবসার প্রয়োজনে হাসেমবাগ এলাকায় বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করে আসছিলো ।
এ ঘটনায় এম এ রাসেল তার ফেসবুক পেইজে লিখেছে :
নারায়ণগঞ্জ দেওভোগ এলাকার ভদ্র ছেলে মাহাদী হাছান রবিন সে ৭১-এর চেতনা মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। এই মাত্র সে মোবাইল ফোনে আমাকে জানায় তার পিতা জ্বর ও শ্বাসকষ্টে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। হাসপাতাল কতৃপক্ষ লাশের নমুনা নিয়ে পরীক্ষা শেষে লাশ পরিবারের কাছে দিবে।
সারাদেশে আজ ৯ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। এর মধ্যে ২ জন মৃত্যুবরণ করেছেন। হে আল্লাহ, আমার স্নেহের রবিন কে শক্তি দাও, তার পরিবারের অন্য সদস্যরা যেনো সুস্থ থাকে এবং তার বাবা যেনো জান্নাতবাসী হয়৷ আমিন…
এমএ রাসেল আরো লিখেন :
নারায়ণগঞ্জ এর মাহাদী হাছান রবিন এর পিতা করোনা ভাইরাসে ইন্তেকাল করেছেন। রবিনের পিতার লাশ বিশেষ ব্যবস্থায় খিলগাও করবস্থানে দাফন করা হবে। এবং তাদের পরিবারের সবাইকে ১৪ দিন নিজ ঘরে অবস্থান করতে হবে।









Discussion about this post