আপনারা বাসায় থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের জন্য ঘরে ঘরে খাবার পৌঁছে দিবেন
-কাউন্সিলর রুহুল আমিন মোল্লা
প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে এক রকম অঘোষিত লকডাউন চলছে সারা দেশে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে নিম্ন আয়ের মানুষগুলো । তাই এই শ্রেণীর মানুষগুলোর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সারা দেশেই ত্রাণ পৌছে দেওয়া হচ্ছে।
নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের মাধ্যমে সিটি এলাকার সকল নিম্ন আয়ের মানুষদের ঘরে ঘরে পৌছে দেওয়া হচ্ছে ত্রাণগুলো। নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা নিজে তার ওয়ার্ডের ঘরে ঘরে গিয়ে পৌছে দিচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ত্রাণগুলো ।
রুহুল আমিন মোল্লা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী পক্ষ থেকে গরীব খেটে খাওয়া মানুষদের জন্য পাঠানো এই ত্রাণ গুলো সকলের বাড়ি বাড়ি পৌছে দিচ্ছি। এবং তাদেরকে বাসায় থাকার জন্য বলছি। আপনারা বাসায় থাকবেন।।
মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের জন্য ঘরে ঘরে খাবার পৌছে দিবেন। দয়া করে কেউ কোন কারনে বাড়ি থেকে বের হবেন না। নিজেকে এবং নিজের পরিবারকে সুস্থ রাখতে হলে এখন একটাই কাজ তা হলো যার যার বাসায় অবস্থান করা। যদি সবাই কিছুদিন নিজেদেরকে ঘরে আটকে রাখতে পারে তবে আর এই ভাইরাস আমাদের ক্ষতি করতে পারবে না।মহামারি আকারে তা ছড়াতে পারবে না।
ইতোমধ্যে নারায়ণগঞ্জকে করোনা ভাইরাসের সংক্রমনের রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাই সকলকে ঘরে থাকার আহবান জানাচ্ছি।









Discussion about this post