নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
এবার সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে ১০ বছরের শিশু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
দুই দিন পূর্বে সংগৃহীত মিজমিজি মৌচাক চিশতীয়া বেকারী এলাকার ওই শিশুর নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে বলে জানিয়েছেন জেলা করোনা বিষয়ক ফোকাল পার্সন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম।
তিনি বলেন, দুইদিন পূর্বে ওই শিশুর নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষার জন্য ঢাকায় পাঠানোর পর সোমবার সেই রিপোর্ট আমরা পাই। রিপোর্টে করোনা পজেটিভ এসেছে।
ডা. জাহিদুল ইসলাম আরও বলেন, আমরা আগেই ওই পরিবারের সবাইকে হোম কোয়ারেন্টিন করেছিলাম। তাদের সাথে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি ।









Discussion about this post