নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের সকল চিকিৎসা কার্যক্রম বন্ধ ঘোষনা করেছে কর্তৃপক্ষ।
সোমবার ৬ এপ্রিল রাত সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ ইমতিয়াজ আহমেদ উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের সকল কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষনা করেছেন ।
জেনারেল হাসপাতালের নির্ভরশীল ওকটি সূত্র জানান, সোমবার রাত সাড়ে ১০ টার পর সিভিল সার্জনের নির্দেশক্রনে জরুরী বিভাগসহ সকল বিভাগ বন্ধ ঘোষনা করে হাসপাতালের সকল কর্মকর্তা কর্মচারীদের নিজ নিজ বাসায় অবস্থান করতে বলা হয়েছে । এ বিষয়ে কোন কর্মকর্তা কর্মচারী যে কোন প্রশ্ন না করেন সে রকমের আদেশ দেয় কর্তৃপক্ষ ।
এমন ঘটনায় সিভিল সার্জন ডাঃ ইমতিয়াজ বলেন বন্দরে করোনা আক্রান্ত হয়ে ইতোমধ্যে মারা গেছেন শিউলী ওরফে পুতুল নামে এক নারী। তিনি এই হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। যার কারণে হাসপাতালের কয়েকজন আক্রান্ত হয়েছেন। আশঙ্কা তৈরি হয়েছে আরো কেউ আক্রান্ত হয়েছেন । আক্রান্ত যদি কেউ গয়ে থাকেন এবং আর কোন আক্রান্ত যাতে না হয় সে লক্ষে সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে জরুরী বিভাগসহ পুরো হাসপাতা ।
ডা. মোহাম্মদ ইমতিয়াজ আরও বলেন, আমরা পুরো ভিক্টোরিয়া হাসপাতালকে জীবানুনাশন দিয়ে ধুয়ে মুছে তারপরও আবার চালু করবো। যে কদিন সেটা সম্ভব না হয় ওই কদিন জরুরী বিভাগও বন্ধ থাকবে৷









Discussion about this post