গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে আরও দুইজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ২৭ জন। এনিয়ে মারা গেছেন ৫০ জন এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০৫৩ জনে
নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ২৭ জন। এনিয়ে মারা গেছেন ৫০ জন এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০৫৩ জনে।
সোমবার নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস ওয়েবসাইটে এই তথ্য পাওয়া গেছে।
সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ জানান, নারায়ণগঞ্জে প্রতিদিন ১৮০ থেকে ২০০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে। তবে গত কয়েকদিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে।
সোমবার সকাল থেকেই নারায়ণগঞ্জে লকডাউনে লোকসমাগম আগের চেয়ে বেড়েছে। কিছু কিছু এলাকায় দোকানপাট খুলতে দেখা গেছে। শহরের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহলও ছিল কম।
এ ব্যাপারে পুলিশ সুপার জায়েদুল আলম জানিয়েছেন, লকডাউন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। কিছু কিছু এলাকার মানুষ কারণে-অকারণে বাইরে বেরিয়ে আসছেন। পুলিশ চেষ্টা করছে তাদের বুঝিয়ে বাড়িতে পাঠাতে









Discussion about this post