বিশেষ প্রতিনিধি :
লক ডাউনের কারণে দেশের মানুষ গৃহবন্দি হয়ে না খেয়ে কষ্ট পাচ্ছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাব এলাকায় লাল মাহমুদ হাফেজিয়া মাদ্রাসা মাঠে কর্মহীন অসহায় দরিদ্রদের মাঝে জাতীয় পার্টির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি সরকারের প্রতি এ অভিযোগ তোলেন।
সরকারকে উদ্দেশ্য করে জিএম কাদের বলেন, আপনারা খাবার দিতে না পারেন তবে মানুষকে ঘরে আটকে রাখবেন না। স্বাস্থ্যবিধি মেনে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করুন। সঠিক ও নিয়ম মাফিক জনগন ত্রাণ পায় না। লুটপাট হয়ে যায় সাধারন মানুষের অধিকারের ত্রাণ।
যারা ত্রাণ চুরির সাথে জড়িত তাদের বরখাস্ত করার পাশাপাশি কঠোর শাস্তির আওতায় আনতে সরকারের কাছে দাবি জানান তিনি।
জিএম কাদের বলেন, যে কোন দূর্যোগ, দুঃসময়ে জাতীয় পার্টি সবার আগে দেশের মানুষের পাশে দাঁড়ায়। মহামারী করোনাতেও যখন চিকিৎসক ও সাংবাদিকরা সুরক্ষা সামগ্রী পাচ্ছিলো না। জাতীয় পার্টি সাধ্যনুসারে সে চাহিদা পুরন করেছে।
জিএম কাদের আরো বলেন, কোন রাজনৈতিক দলের পক্ষে সবার চাহিদা পূরন করা সম্ভব নয়। রাষ্ট্রের সম্পদ থাকে সরকারের হাতে। তাই দেশের মানুষের ক্ষুধা নিবারণ করা সরকারেরই কর্তব্য।
জাতীয় পার্টির কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামের ব্যবস্থাপনায় খাদ্যসামগ্রী বিতরণকালে কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য আলহাজ সাইফুদ্দিন মিলন, জাতীয় পার্টির উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, জিএম কাদেরের উপদেষ্টা জয়।
স্থানীয় নেতাদের মধ্যে ছিলেম উপজেলা জাতীয় পার্টির সভাপতি মীর আনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি হান্নান শাহ, কাঞ্চন পৌর জাতীয় পার্টির সাধারন সম্পাদক আলী হোসেন খান, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন।









Discussion about this post