করোনাজয়ী ১০১ পুলিশ সদস্যকে আনুষ্ঠানিক সংবর্ধনা দিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ।
সোমবার (১ জুন) দুপুরে নারায়ণগঞ্জের পুলিশ লাইনসে স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব মেনে জেলা পুলিশ বিভাগের পক্ষ থেকে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম ফুল দিয়ে করোনাজয়ী পুলিশ সদস্যদের অর্ভথ্যনা জানান। তিনি মনে করেন, এই সংবর্ধনার মাধ্যমে পুলিশ বিভাগের সবার মধ্যে করোনাভীতি দূর হবে এবং কাজের প্রতি উৎসাহ উদ্দীপনা আরও বাড়বে।
পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, করোনা সংক্রমণরোধে দায়িত্ব পালন করতে গিয়ে গত প্রায় তিন মাসে জেলার ১৪৯ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তাদের মধ্যে ১০১জন আইসোলেশনে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে নিজ নিজ কর্মস্থলে যোগদান করেছেন। আক্রান্ত আরও ৪৮ জন সদস্য এখনো আইসোলেশনে চিকিৎসাধীন থাকলেও তাদের অবস্থা উন্নতির দিকে। শীঘ্রই তারা কাজে যোগদান করতে পারবেন বলে পুলিশ সুপার জোড়ালো আশাবাদ প্রকাশ করেন।
পুলিশ সুপার দাবি করেন, নারায়ণগঞ্জে করোনা পরিস্থিতির উন্নতির মাধ্যমে আক্রান্ত ও মৃত্যুর হার কমে এসেছে।
তবে জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, নারায়ণগঞ্জে করোনাভাইরাসে মৃত্যু এবং আক্রান্তের হার উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। গত ২৪ ঘন্টায় জেলায় আরও ২ জনের মৃত্যু ও নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩৫জন। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮২ জন এবং আক্রান্ত ২ হাজার ৯২৩ জনে। তবে করোনায় আক্রান্ত ৮০৬ জন ব্যক্তি সুস্থও হয়েছেন।









Discussion about this post