কোভিড-১৯ বা করোনা ভাইরাসের হস্টস্পট হিসেবে নারায়ণগঞ্জকে ঘোষনা দেয়ার পর থেকে মৃত্যুর সংখ্যা থেকে শুরু করে প্রতিদিনই করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা হু হু করে লাফিয়ে বাড়ছে ।
বর্তমানে ১ম দফায় লকডাউন শেষ হওয়ার পর বাংলাদেশে করোনা রোগির মৃত্যুর মিছিল ও আক্রান্তের বৃদ্ধির কারনে দেশের ৪ টি জেলাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়ে।
ঢাকার পর নারায়ণগঞ্জ ২য় স্থান এবং গাজীপুর ৩য় স্থানে থাকলেও ৪ স্থানে চট্টগ্রামের অবস্থান রয়েছে।
এলাকাবৃত্তিক কঠোর লকডাউন দেয়ার সিদ্ধান্ত নেয়া হলে ২য় দফায় গতকাল ঢাকাকে লকডাউন করা পর পর আজ থেকে নারায়ণগঞ্জ এর রেড জোন হিসেবে কিছু এলাকাকে চিহ্নিত করে লকডাউন ঘোষনা করে জেলা প্রশাসক।
রবিবার বেলা ১২ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে করোনা ভাইরাস বা কোভিড-১৯ মোকাবেলায় নারায়ণগঞ্জ জেলাকে রেড জোন, ইয়েলোজোন, গ্রীন জোন বিভক্তকরন সংক্রান্ত প্রেস ব্রিফিং এ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে নারায়ণগঞ্জের রূপায়ন সিটি, আমলাপাড়া ও জামতলা এলাকাকে প্রাথমিকভাবে লকডাউন ঘোষনা করেন জেলা প্রশাসক জসিম উদ্দিন।
এ লকডাউন আজ রবিবার থেকে কার্যকর করা হয় বলেও জানান তিনি।
তিনি আরো জানান, লকডাউনকৃত এলাকায় কর্তৃপক্ষ কঠোর এর আওতায় থাকবে। উক্ত এলাকা থেকে অতি জরুরী প্রয়োজন ছাড়া কোন ব্যক্তি বাইরে আসতে পারবেন না বা বাইরে থেকে কোন ব্যক্তি উক্ত এলাকায় যেতে পারবেন না। এবং ঐ এলাকায় কোন গণপরিবহন থামবে না। এলাকায় কাঁচা বাজার বন্ধ করে ভ্রাম্যমান বাজার এর ব্যবস্থা করা হবে। ধর্মীয় উপাসনালয়গুলোতে শুধু কর্মচারীবৃন্দ সীমিত অবস্থায় নামাজ পড়বেন।
অন্যান্যদের যাতায়াতের উপরও নিষেধক্কা আরোপ করা হলো। এবং সবার জন্য সকল স্বাস্থ্যবিধি মানা বাধ্যতামূলক।









Discussion about this post