নানা কারণে আলোচিত সমালোচিত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশীদসহ উপকমিশনার পদমর্যাদার পাঁচজন কর্মকর্তাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন বিভাগে বদলি করা হয়েছে।
ব্যাপক চড়াই উৎরাই শেষে আবার পুলিশ কর্মকর্তা হারুন অর রশিদকে ৯ জুন মংগলবার বদলীর আদেশ প্রকাশের পর নারায়ণগঞ্জে সরব হয়ে উঠে গণমাধ্যম নামধারী কিছু মুখপাত্র । যারা এসপি হারুন দায়িত্ব থাকাকালে তোষামোদ করেছেন আবার নারায়ণগঞ্জ থেকে বিদায় নেয়ার পর একটি চক্রের পক্ষ নিয়ে তুলোধুনো করেছেন ।
জানা যায়,, ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. ওয়ালিদ হোসেন আজ গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।
ডিএমপি সূত্র জানায়, ডিএমপি প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশীদকে পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার, তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব বিজয় তালুকদারকে লালবাগ বিভাগের উপ কমিশনার, লালবাগ বিভাগের উপ কমিশনার মুনতাসিরুল ইসলামকে লজিস্টিকস বিভাগের উপ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া ডিএমপির লজিস্টিকস বিভাগের উপ কমিশনার মো. জিয়াউল আহসান তালুকদারকে পশ্চিম বিভাগের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পশ্চিম) বিভাগে, পিওএম পশ্চিম বিভাগের উপকমিশনার মোহাম্মদ নজরুল ইসলামকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ হিসেবে বদলি করা হয়েছে।
গত বছরের নভেম্বরে মোহাম্মদ হারুন অর রশীদ পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেমের ছেলে ও আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজের (রাসেল) কাছে চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে রাজি না হওয়ায় তাঁকে না পেয়ে গুলশানের বাসা থেকে তাঁর স্ত্রী-সন্তানকে তুলে নিয়ে যায় নারায়ণগঞ্জ পুলিশ ।
শওকত আজিজের স্ত্রী ও সন্তানকে তুলে নেওয়ার ঘটনায় গত বছরের ৩ নভেম্বর নারায়ণগঞ্জের তৎকালীন পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদকে নারায়ণগঞ্জ থেকে সরিয়ে পুলিশ সদর দপ্তরে পুলিশ সুপার (ট্রেনিং রিজার্ভ) হিসেবে সংযুক্ত করা হয়। সেখান থেকে গত ১৪ মে তাকে ডিএমপিতে বদলি করা হয় ।
নারায়ণগঞ্জে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে হারুন অর রশিদের সাথে স্থানীয় প্রভাবশালী নেতা ও অনেক অপরাধীদের গ্রেফতার করায় শাসক দলের নেতাদের একাংশের অনেকেই ব্যাপকভাবে সমালোচনা করেন পুলিশের কর্মকান্ড নিয়ে । এসপি হারুনকে নারায়ণগঞ্জ থেকে বিতারিত করতেও কোন কোন নেতা ব্যাপক দৌড়ঝাঁপ চালিয়ে ব্যর্থতার পরিচয় দেয় ।
সাম্প্রতিক সময়ে এসপি হারুনের নানাভাবে বদলীর ঘটনায় নারায়ণগঞ্জের কথিত প্রভাবশালী চক্রের একাধিক মুখপাত্র নানাভাবে বদলী সংক্রান্ত বিষয় নিয়ে সমালচনায় ব্যস্ত হয়ে উঠে ।
রাজধানীর তেজগাঁও জোনের ডিসি হিসেবে পুলিশের এই কর্মকর্তার (হারুন অর রশিদ) বদলীর ঘটনা প্রকাশ হওয়ার পর নারায়ণগঞ্জের গণমাধ্যম সরব হয়ে উঠে । একই সাথে কথিত প্রভাবশালী চক্রের মুখপাত্র হিসেবে কাজ করা কেউ কেউ নানা ভংগিমায় সংবাদ পরিবেশন করে । যাদের কেউ কেউ একেক সময় একেক ভংগিমায় সংবাদ পরিবেশন করায় ব্যাপক সমালোচনাও রয়েছে শহরজুড়ে।









Discussion about this post