মোঃ শাহজাহান কবির,, আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সদর পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলরের “ভাই ভাই” নামক টেক্সটাইল মিলে রাতের আঁধারে কে বা কারা পেট্রোল ঢেলে অগ্নী সংযোগ করেছে। ফলে ওই মিলটির ৫ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে মালিক পক্ষ দাবী করছেন। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টায় উপজেলার নাগেরচর গ্রামে।
মিল মালিক আড়াইহাজার পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন জানান, রাতের আঁধারে দূর্বত্তরা রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য জানালা দিয়ে পেট্রল ঢেলে তার মিলে অগ্নী সংযোগ করেছে। এতে তার মিলের ৫ গাইড সূতা, ৮শ গজ কাপড়সহ মিলের অন্যান্য সরঞ্জাম পুড়ে যায়।
আড়াইহাজার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হন। আড়াইহাজার ফায়ার সার্ভিসের ইনচার্জ শাহজাহান জানান, তড়িৎ গতিতে ঘটনাস্থলে পৌঁছাতে পারায় আগুন নেভানো সম্ভব হয়েছে।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি । লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে ।









Discussion about this post