বিশেষ প্রতিনিধি :
আষাঢ়ের শুরু থেকে গত কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে নারায়ণগঞ্জে ডিএনডি এলাকার অভ্যন্তরে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় মানুষের দূর্ভোগের কারণে ক্ষমা চেয়ে তা দ্রুত নিরসন করতে আজ থেকেই পানি নিষ্কাশনের কাজ শুরু করার কথা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।
শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে স্বাস্থ্যবিধি মেনে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে গণমাধ্যমকে তিনি এ কথা জানান।
ডিএনডির জলাবদ্ধতা প্রসঙ্গে সংসদ সদস্য শামীম ওসমান আরো জানান, এ সমস্যা সমাধানের বিষয়ে ইতিমধ্যে তিনি প্রধানমন্ত্রীর দফতরসহ পানি সম্পদ মন্ত্রনালয় এবং ডিএনডি উন্নয়ন পকল্পের দায়িত্বে থাকা সেনা কর্মকর্তাদের সাথে কথা বলেছেন। আজকের মধ্যেই সেনাবাহিনী উচ্চ ক্ষমতাসম্পন্ন দুইটি পাম্প চালু করে পানি নিষ্কাশনের কাজ শুরু করবেন এবং এতে দ্রুত সফলতা আসবে বলে আশ্বস্ত করেছেন।
শামীম ওসমান আশা করছেন আজ রাত থেকেই ডিএনডির কৃত্রিম জলাবদ্ধতার পানি কমতে শুরু করবে এবং সাধারণ মানুষ দূর্ভোগ থেকে রেহাই পাবেন।
জলাবদ্ধতার বিষয়ে দু:খ প্রকাশ করে ক্ষমা চেয়ে শামীম ওসমান জানান, ডিএনডির উন্নয়র প্রকল্পের জন্য পরবর্তী আর্থিক বরাদ্দের ব্যাপারে প্রধানমন্ত্রীর দফতরে তিনি আলাপ করেছেন। আরো যে পরিমান অর্থের প্রয়োজন সেটা বরাদ্দ হয়ে গেলে সেনাবাহিনী এই প্রকল্পেকে হাতির ঝিলের চেয়েও মনোমুগ্ধকর অবস্থার সৃষ্টি করবেন। এতে প্রায় বিশ লাখ মানুষ স্থায়ীভাবে জলাবদ্ধতা থেকে রেহাই পাবেন বলে শামীম ওসমান আশা প্রকাশ করেন।
প্রেস ব্রিফিং শেষে সংসদ সদস্য মামীম ওসমান সেনা কর্মকর্তদের নিয়ে সিদ্ধিরগঞ্জে জলাবদ্ধতা কবলিত বিভিন্ন এলাকাসহ ডিএনডি পাম্প হাউস পরিদর্শন করেন।
এর আগে করোনা দূর্যোগকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্বকপালনরত নারায়ণগঞ্জের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদ কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য পিইিসহ বিভিন্ন সামগ্রী তুলে দেন সিনিয়র সাংবাদিকদের হাতে।









Discussion about this post