নারায়ণগঞ্জে কোরবানির পশুর হাটগুলো বৃহস্পতিবার জমজমাট বিকিকিনির পর হঠাৎ করেই কোরবানির পশুশূন্য হয়ে পড়েছে। গরু ব্যবসায়ী এবং হাট সংশ্লিষ্টরা বলছেন, হাটে আসা প্রায় ৮৫ ভাগ গরু বিক্রি হয়ে যাওয়ায় আনেকেই এবার পছন্দসই পশু কিনতে পারবেন না।
ফতুল্লা হাটের ব্যাপারী আশরাফ আলী বলেন, বৃহস্পতিবার দুপুরের পর গরু বেচাকেনা শুরু হয়। সন্ধ্যার মধ্যেই আমরা সব গরু বিক্রি শেষ করে ফেলেছি। এবারের মতো লাভে গরু কখনো বিক্রি করিনি।
হাটে গরু না পেয়ে ক্রেতা ইমরান বলেন, আমি শহরের মিশনপাড়া এলাকায় থাকি। রাত ৮টার পরই পরিচিতজনদের কাছে শুনতে পাই হাটে নাকি কেনার জন্য কোনো গরু পাওয়া যাচ্ছে না। শুক্রবার আমার গরু কেনার কথা। রাতেই খবরটা শোনার সঙ্গে সঙ্গে ফতুল্লা, কয়লাঘাট, জালকুড়ি, সাইনবোর্ড হাটে যাই। কিন্তু হাট ঘুরে কোথাও গরু পাইনি।
ওষুধ ব্যবসায়ী ফয়সাল হোসেন বলেন, ফতুল্লার কাশিপুর, গোগনগরের হা,, পাগলা (তালতলা), আলীগঞ্জ গরুর হাট ঘুরলেও কোন গরু পাইনি। পরবর্তীতে সিদ্ধিরগঞ্জ হাট থেকে একটি গরু ক্রয় করি। ওই হাটেও বেশিরভাগ গরু শেষ।









Discussion about this post