প্রেস রিলিজ :
সিদ্ধিরগঞ্জের এসও ঘাট সংলগ্ন খবির উদ্দিন ভ্যারাইটিজ ষ্টোরের সামনে পাকা রাস্তার উপর চলাচলরত ট্রাক থামিয়ে চাঁদা আদায়কালে ২ জন চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য’কে হাতে-নাতে গ্রেফতার করেছে র্যাব-১১ ।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ তহিদুল ইসলাম পিয়াস (২৮) , মোঃ পারভেজ হোসেন @ দীন ইসলাম (২৬)।
বৃহস্পতিবার ( ২০ আগস্ট) র্যাব-১১ ( সিপিএসসি নারায়ণগঞ্জ) অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের দখল হতে চাঁদাবাজির নগদ ২,৬৪৫/- টাকা, ০৩টি চাঁদা আদায়ের রশিদ বহি ও ০১টি চাঁদা আদায়ের রেজিষ্টার উদ্ধার করা হয়।
রাতে র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার ( সিপিএসসি আদমজীনগর) মোঃ জসিম উদ্দীন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।









Discussion about this post