ব্যাপক সমালোচনার সর্বত্র প্রকাশ্যে এবং নিজেদের মাধ্যে ওসমান পরিবারের সদস্যগণ নৌকার বিরোধী বলে প্রচারিত হলেও নাসিক নির্বাচনের প্রচারণার শেষ দিনেও ওসমান পরিবারের ঘনিষ্ঠজনকে সাথে নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার । এমন ঘটনা কেন্দ্রীয় নেতৃবৃন্দের নজরে এসেছে বলেও নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের নেতাদের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক গুঞ্জন ।
শুক্রবার (১৪ জানুয়ারি) বিকেলে বন্দরে তার প্রচারণায় অংশ নেন মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজাকারপুত্র মাকসুদ হোসেন। জাতীয় পার্টির এই নেতা নারায়ণগঞ্জর ওসমান পরিবারের অত্যান্ত ঘনিষ্ঠজন বলে পরিচিত।
এমন ঘটনা ছাড়াও মহানগর আওয়ামীলীগের শীর্ষ এক নেতার ঘনিস্টজনখ্যাত এক নব্য কর্মী নগরীর আমলাপাড়ায় প্রকাশ্যে হাতি প্রতিকের প্রার্থী তৈমূর আলম খন্দকারের পক্ষে সনাতন ধর্মালম্বীদের কাছে গাণেষের মাথা বলে ভোট প্রার্থনা করে বেড়াচ্ছেন বলে অভিযোগ উটেছে ।
প্রার্থীতা ঘোষণার পর থেকে তৈমুর আলম খন্দকারের সাথে ওসমানের পরিবারের ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন ওঠে। আলোচনা চলে, ওসমান পরিবারের সদস্য আওয়ামী লীগের সাংসদ শামীম ওসমানের পৃষ্ঠপোষকতায় সিটি নির্বাচনে প্রার্থী হয়েছেন তৈমুর আলম। তাকে ওসমান পরিবারের ড্যামি প্রার্থী বলেও ব্যাপক প্রচারণা চলে। এই আলোচনা নিয়ে তৈমুর আলমকে বারবার প্রশ্ন করা হলে বিষয়টি অস্বীকার করেন তিনি।
তবে গত ৭ জানুয়ারি বন্দরে তৈমুরের এক প্রচারণায় ওসমান পরিবারের ঘনিষ্ঠ চার ইউপি চেয়ারম্যানকে দেখা যায়। এরপরই তৈমুর আলমের সাথে এই নির্বাচনে ওসমান পরিবারের সম্পর্ক প্রতিষ্ঠা পায়। প্রচারণার শেষ দিনেও ওসমান অনুসারী ইউপি চেয়ারম্যান মাকসুদ হোসেনকে সাথে নিয়ে গণসংযোগ করেন তৈমুর ।
এমন কান্ডে জেলা আওয়ামীলীগের এক নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, যতই আওয়ামীলীগ, আওয়ামীলীগ, নৌকা -নৌকা বলে চিৎকার করে সাংবাদিকদের কাছে নিজেদের পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে দাবী করুক না কেন ওই চিহ্নিত চক্র যে কি করছে তা সকলেই জানেন । যে কোন মূল্যে আইভীকে মাইনাস করতে বদ্ধ পরিকর ওই চক্রটির সকল বিষয়ে নজরদারী রয়েছে সরকার ও আওয়ামীলীগের সকল শীর্ষ নেতাদের। Time will say, what to do or what not to do. pls wait and see. এমন মন্তব্য একজন শীর্ষ নেতার ।









Discussion about this post