নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
অতিবাহিত হলো পুলিশ সুপার হারুন অর রশিদের বদলীর এক মাস ।
৩ নভেম্বর রোববার ব্যাপক আলোচনা সমালোচনার পর বিতর্কিত কর্মকান্ডের কারণে আচমকা নারায়ণগঞ্জ থেকে বদলী করা হয় পুলিশ সুপার হারুনকে ।
দেশের ৬৪ জেলার মধ্যে অত্যান্ত গুরুত্বপূর্ণ জেলা নারায়ণগঞ্জে এর পূর্বে কখনোই পুলিশ সুপার বিহীন থাকতে দেখা যায় নাই । অথবা ভারপ্রাপ্ত পুলিশ সুপার হিসেবে দীর্ঘ এক মাস জেলার এই পদটি শুন্য থাকার নজির না থাকলেও এবারই প্রথম অতিবাহিত হচ্ছে এসপি বিহীন নারায়ণগঞ্জ ।
পুলিশ সুপার হারুন অর রশিদের বদলীর পর নারায়ণগঞ্জের একটি স্বার্থান্বেষী অপরাধী গোষ্ঠী মহানন্দে লম্ফঝম্প করতে দেখা গেছে । অথচ এই লম্ফঝম্পকারী চক্রটি হারুন অর রশিদ থাকাবস্থায় আত্মসমর্পণ করেছিলেন জেলা পুলিশের দপ্তরে হাজিরা দিয়ে ।
অপরদিকে এসপি হারুনের বদলীর কারণে নারায়ণগঞ্জে অপর একটি স্বার্থান্বেষী মহল একেবারেই চুপসে যেতে দেখা গেছে ।
এসপি হারুন নারায়ণগঞ্জে যোগদানের পর জাতীয় নির্বাচন নিয়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনার । পরবর্তীতে নারায়ণগঞ্জের শাসক গোষ্ঠীর অনেক চেলা চামুণ্ডার উপর সাড়াসী অভিযানের পর শুরু হয় ব্যপক বিতর্ক। শাসক গোষ্ঠীর চেলা চামুণ্ডার কঠোর সমালোচনার পরও এসপি হারুনের পক্ষেই ছিলো জনমত ।
তৎকালীন সময়ে পুলিশের কয়েকজন কর্মকর্তার কর্মকাণ্ডে জেলাবাসী অতিষ্ঠ হয়ে উঠলেও কেউ মুখ খুলতেও সাহস করে নাই এসপি হারুনের আগ্রাসী ভুমিকার কারনে । নারায়ণগঞ্জের প্রভাবশালী রাজনৈতিক নেতাদের হারুন বিরোধী ব্যাপক দৌড়ঝাঁপেও টলাতে পারে নাই হারুন কে ।
শেষ পর্যন্ত শীর্ষ কয়েকজন ব্যবসায়ী ও পরিবারের সদস্যদের নিয়ে নানা আপত্তিকর কর্মকাণ্ড করায় আর নিজের চেয়ারে টিকে থাকতে পারে নাই এসপি হারুন ।
৩ নভেম্বর হঠাৎ এসপি হারুনের বিদায়ের খবরে থমকে দাড়ায় নারায়ণগঞ্জের রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ীক দৌড়ঝাঁপ ।
এরপর গেলো এক মাস যাবৎ গুরুত্বপূর্ণ এই জেলায় পরিচালিত হচ্ছে পুলিশ সুপার বিহীন অবস্থায় ।
এক মাসব্যাপী পুলিশ সুপার না থাকার পরও নারায়ণগঞ্জের শাসক দলের নেতাদের মুখেও এ বিষয়ে কোন মন্তব্যও পাওয়া যায় নাই ।









Discussion about this post