নারায়ণগঞ্জে প্রতিনিয়ত হাজার হাজার ক্যান বিদেশী বিয়ার, বিদেশী মদের বিশাল চালান বিভিন্ন পাড়া মহল্লা, ক্লাবে আসলেও সে দিকে কোন দৃষ্টি নাই জেলায় দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর । কোটি কোটি টাকা সোর্সমানি সরকারের কোষাগার থেকে নারায়ণগঞ্জের জন্য বরাদ্দ থাকলেও সে অর্থ কোথায় খরচা হয় ব্যপক সমালোচনা বিতর্ক । জেলায় কর্মরত আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের হাত পা বেধে রাখা হয়েছে !
কাজ করতে গিয়ে নানা ঝামেলা পোহাতে হয় উর্ধতন কর্মকর্তাদের কাছ থেকে ! তাই কাজ না করাই শ্রেয় ! তারপরও হাজারো ক্ষোভ নিয়েই কাজ করতে হয় বলেও মন্তব্য করেছেন কয়েকজন কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক
ফতুল্লা মডেল থানা পুলিশ বৃহস্পতিবার রাতে উত্তর সস্তাপুর এলাকায় অভিযান চালিয়ে ১০ বোতল মদ ও ৪৮ ক্যান বিয়ার সহ তিন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো কুমিল্লা জেলার মুরাদনগর থানার বাবুর্চি পাড়ার অহিদ মিয়ার পুত্র আবুল কাশেম (৪৫),গাইবান্ধা জেলার ফুলপুর থানার রতনপুরের আলছার আলির পুত্র শফিকুল ইসলাম (৪৩), ফুলছড়িয়া থানার দক্ষিন উড়িয়া গ্রামের ময়নুল হকের পুত্র আয়নুল হক (৫০) । এরা সকলেই উত্তর সস্তাপুরের জাপানি হাউজের দ্বিতীয় তলার ভাড়াটিয়া বলে জানায় পুলিশ।
বৃহস্পতিবার (১১মার্চ) রাত সাড়ে দশটায় ফতুল্লা মডেল থানার উত্তর সস্তাপুর জাপানী হাউজ নামক একটি বাড়ীতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
ফতুল্লা মডেল থানার এস,আই ইমানুর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা থানার উত্তর সস্তাপুরের জাপানি হাউজ নামক একটি বাড়ীতে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। পরে তাদের দেখানো মতে ঘরের ভিতরে থাকা ১০ বোতল মদ ও ৪৮ ক্যান বিয়ার (হান্টার) উদ্ধার করা হয় ।









Discussion about this post