নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি পোশাক কারখানার টয়লেটে পরিচ্ছন্ন কর্মীকে ধর্ষণের অভিযোগে রুবেল (২৮) নামে অভিযুক্ত কারখানার শ্রমিককে গ্রেফতার করে আদারতে পাঠানোর পর সিনিয়র জুডিমিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আলম ধর্ষণকারী রুবেল কে কারাগারে পাঠানোর আদেশ দেন
এর পূর্বে রোববার (১০ অক্টোবর) ক্রোনী গ্রুপের প্রতিষ্ঠান অবন্তী কালার টেক্সটাইল লিমিটেড কারখানার অষ্টম তলার টয়লেটে এই ঘটনা ঘটে ।
এই ঘটনায় ভুক্তভোগী নারী থানায় মামলা করলে ১১ অক্টোবর রুবেল (২৮) নামে অভিযুক্ত কারখানার শ্রমিককে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার রুবেল নওগাঁ জেলার আত্রাই থানার মধুগুরনই গ্রামের আব্দুল লতিফ সর্দারের ছেলে। তাকে বিসিক শিল্পনগরী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী ওই কারখানায় পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করেন। গত ১০ অক্টোবর দুপুরে কারখানার অষ্টম তলার টয়লেটের বাইরে পরিচ্ছন্নের কাজ করছিলেন তিনি। এ সময় তার মুখ চেপে টয়লেটের ভেতর নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে অভিযুক্ত রুবেল। ভুক্তভোগীর চিৎকারে কারখানার অন্য শ্রমিকরা এগিয়ে আসে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযুক্ত কারখানার শ্রমিককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষাও সম্পন্ন হয়েছে।
নারায়ণগঞ্জ আদালতের কোর্ট ইন্সপেক্ট আসাদুজ্জামান আসামীকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করছেন ।









Discussion about this post