কাকঢাকা ভোরে কেউ বা প্রাতভ্রমণে কেউ বা কর্মের জন্য বাড়ি থেকে বেড়িয়ে চাষাড়া চত্তরে এসেই থমকে দাড়িয়ে দীর্ঘনিঃশ্বাস ছেড়ে প্রথমেই প্রশ্ন ছুড়েছেন কেউ তো হতাহত হয় নাই ? উত্তরে “না” শব্দটি শুনতে পেরেই সকলেই স্বস্তি প্রকাশ করেছেন।
এমন ঘটনা নাারয়ণগঞ্জ শহরের অত্যান্ত ব্যস্ততম এলাকা চাষাড়া চত্তর । ঢাকা মেট্রো ট ২০-১৯৭৭ নাম্বারের এই ট্রাক উল্টো হয়ে পরে আছে । আর সড়কে ছড়িয়ে পরেছে হাজার হাজার মুলি ও বাঁশ । বিশাল দূর্ঘটনা ঘটেছে এই ভোরে । সহজেই নিশ্চিত যে এতো বড় দূর্ঘটনায় এই ব্যস্ত এলাকায় কেউ না কেউ হতাহতের শিকার হয়েছেন ই । কিন্তু রক্ষা পেয়েছেন ড্রাইভার হেলপারসহ অদূরে অবস্থানে থাকা পথচারীরা ।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোর রাত চারটায় । ড্রাইভাবের ভাষ্য থেকে জানা যায় একজন মটর সাইকেল আরোহীকে রক্ষা করতে গিয়েই এই দূর্ঘটনা ঘটেছে ।
ঘটনার খবর পেয়ে ভোরেই যানজট নিরসন করতে চাষাড়া ছুটে আসেন ট্রাফিক পুলিশের এটিএসআই আকবরসহ রেকার ও চালক । ছুটে আসেন থানা পুলিশ ।
ঘটনার বিষয়ে আকবর জানায়, এই জনবহুল চাষাড়ায় ওই সময় যে কোন মানুষ ছিলো না তাতেই শুকরিয়া । হাজারো মানুষের কোলাহলপূর্ণ এই চাষাড়ায় দিনের বেলায় এই দূর্ঘটনা ঘটলে কত মানুষ যে হতাহতের শিকার হতো তা আল্লাহ ই রক্ষা করেছেন ।
আকবর আরো জানান, ট্রাকটি বাঁশ বোঝাই করে টাঙ্গাইল থেকে মুন্সীগঞ্জের মুক্তারপুরে যাওয়ার পথেই এই দূর্ঘটনা ঘটে ।









Discussion about this post