বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম বলেছেন, দেশের অসংখ্য শিল্প-কারখানায় হাসেম ফুডের মতো অবস্থা বিরাজ করছে। দেশে অস্বাস্থ্যকর ও অনিরাপদ কর্ম পরিবেশে লাখ লাখ শ্রমিক কাজ করছেন। অসংখ্য শিল্প কারখানায় এমন ঘটনা ঘটছে। সরকারি প্রতিষ্ঠানগুলো যথাযথ ব্যবস্থা নিলে এ দুর্ঘটনা ঘটতো না, আর এতো শিশু শ্রমিক এখানে কাজ করতে পারতো না।
মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে রূপগঞ্জের হাসেম ফুডস লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডে ৫২ শ্রমিক নিহতের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। তার নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
নজরুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা এই প্রতিষ্ঠানের মালিকের অবহেলার তীব্র নিন্দা জানাই। তার চেয়ে বেশি নিন্দা জানাই সরকারি প্রতিষ্ঠানগুলোর। এসব প্রতিষ্ঠান গড়ে তুলতে সরকারি প্রতিষ্ঠানগুলো থেকে রিপোর্ট নিতে হয় ও ট্যাক্স দিতে হয়। সরকারি প্রতিষ্ঠানগুলো ঠিক মতো দায়িত্ব পালন করেনি, তাই এতোগুলো মানুষ অকালে জীবন দিয়েছে। এখানে যারা কাজ করেছে তাদের কোনো নিয়োগপত্রও ছিল না। আগুনে ক্ষতিগ্রস্তদের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবি জানাই।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু, রূপগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মাহফুজুর রহমান হুমায়ন, তারাব পৌর বিএনপির আহ্বায়ক নাসির উদ্দিন প্রমুখ।









Discussion about this post