নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ডাক্তার সেলিনা হায়াৎ আইভীকে ‘অসাম্প্রদায়িক চেতনার ধারক ও বাহক’ বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি শংকর সাহা।
শনিবার (২৩ অক্টোবর) সকালে নগরীর ২ নম্বর রেলগেইট এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির পক্ষে আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
শংকর সাহা বলেন, ‘বিবেকের তাড়নায় আজ যারা রাস্তায় দাঁড়িয়েছেন তাদের সকলকে ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই, অসাম্প্রদায়িক চেতনার ধারক ও বাহক চুনকা ভাইয়ের কন্যা ডা. সেলিনা হায়াৎ আইভীকে, আজকের এই সাম্প্রীতির সমাবেশ করার জন্য। আমাদের উপর যারা নৃশংস নির্যাতন করেন তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জবাসী রুখে দাঁড়িয়েছে। আমি এই অসাম্প্রদায়িক নারায়ণগঞ্জের সকল নেতৃবৃন্দের ধন্যবাদ জানাই। যেভাবে নারায়ণগঞ্জে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেছি, আগামীতেও যেন বজায় থাকে সেই প্রত্যাশা করি।’
সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সভাপতিত্বে এই মানববন্ধনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল কাদির, আদিনাথ বসু, আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নিজাম উদ্দিন আহমেদ, জেলা যুবলীগের সহসভাপতি আহাম্মদ আলী নেতা রিপন, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বল, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলহাজ্ব আবু জাফর, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়সহ সিটি কর্পোরেশনের কাউন্সিলর, স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতৃবৃন্দ, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।









Discussion about this post