এনএনইউ রিপোর্ট :
বিদেশী আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ ফতুল্লায় নারীদের উত্যক্ত করার অভিযোগে ‘গ্যাংস্টার’ নামক একটি গ্রুপের ৭ জনকে আটক করেছে র্যাব-১১
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ফতুল্লার উত্তর ইসদাইর গাবতলী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন, মো. আল আমিন (৩৪), মো. রফিক (৫২), মো. আবির (২৯), ইমরান (৫১), মো. আবির হোসেন (২৮), মো. রুবেল (২৮) ও মো. মামুন হোসেন ওরফে শাওন (৩০)।
তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন, ৩ রাউন্ড গুলিসহ ২টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল, ২টি চাকু ও ২টি গোলতি উদ্ধার করা হয়েছে।
র্যাব-১১ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন এর সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতরা সবাই নিজেদেরকে ‘গ্যাং স্টার’ নামক গ্রুপের সদস্য পরিচয় দিয়ে থাকে। তারা বিভিন্ন সময় উত্তর ইসদাইর এলাকায় বিভিন্ন বয়সী নারীদের উত্যক্ত, শ্লীলতাহানী করে থাকে। বিশেষ করে গার্মেন্টে যাতায়াতরত নারীদেরকে শ্লীলতাহানীর অভিযোগ তাদের বিরুদ্ধে সব থেকে বেশি। এই গ্রুপের মূল নেতৃত্ব দিয়ে থাকেন গাবতলী নতুন বাজার এলাকার উজ্জল নামের এক সন্ত্রাসী। বর্তমানে সে পলাতক রয়েছে।
তিনি আরও বলেন, এই গ্রুপটি এলাকায় সন্ত্রাসী ও ছিনতাইয়ের কাজও করে থাকে। তারা সাধারণ জনগনের সাথে থাকা ব্যাগ, মোবাইল ফোন, মহিলাদের ভ্যানিটি ব্যাগ চাকু বা ব্লেড দিয়ে কেটে ভেতরে থাকা গুরুত্বপূর্ণ মালামাল ছিনতাই করে। এ ছাড়াও ওই এলাকায় কোনো অপরিচিত লোক আসলে তাদেরকে নানাভাবে হেনস্থা ও মূল্যবান জিনিসপত্র ছিনতাই করতো। তাদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধিন রয়েছে









Discussion about this post