রাজাকার ইস্যুতে পুর্ব থেকেই সরগরম নারায়ণগঞ্জ । সেই তালিকায় নাম রয়েছে অনেকর। কিন্তু তাদের মধ্যে সর্বাধিক আলোচিত ব্যক্ত হচ্ছেন এ কাজল । যিনি ওসমান পরিবারের অনেক কাছেজন হিসেবেই নারায়ণগঞ্জে সর্বজন পরিচিত। যাকে নিয়ে এনসিসি মেয়র আইভী কয়েকটি অনুষ্ঠানে সমালোচনাও করেছেন ব্যাপকভাবে । মেয়র আইভীর সেই সমালোচিত বক্তব্য নিয়ে স্থানীয় অনলাইন ও প্রিন্ট মিডিয়াতে অনেক সংবাদও প্রকাশিত হয়েছিলো । সেই নারায়ণগঞ্জের শীর্ষ তালিকা ভূক্ত রাজাকার গোলাম রাব্বানীর পুত্র নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাসের সভাপতি খালেদ হায়দার খান কাজল আইনজীবি সমিতির নির্বাচন পর্যবেক্ষণে ছিলেন । সকাল থেকে তিনি বিএনপির জন্য নির্ধারিত প্যান্ডেল দখল করে অবস্থান নেন। যদিও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ নির্বাচন বর্জন করায় তারা সেই প্যান্ডেলে অবস্থান নেন।
সেলিম ওসমানের ঘনিষ্ঠজন বলে পরিচিত কাজল । সেলিম ওসমানের ঘোষনা আইনজীবী সমিতির নির্বাচনে ১৭ টি পদে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত মোহসিন মিয়া-মাহবুবুর রহমান প্যানেলকে নির্বাচিত করে আনতে । তার এ ঘোষনা বাস্তবায়নে রাজাকার পুত্র কাজল সকাল থেকে কোর্টে অবস্থান নেন।অপর দিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেল হুমায়ূন কবির – জাকির হোসেন প্যানেলের ২/১ জন ছাড়া কোন প্রার্থীদের কোর্ট প্রাঙ্গণে দেখা যায়নি । এমনকি দলীয় শীর্ষ কোন আইনজীবীকে । তীর্থের কাকের মতো প্যান্ডেলে বসে নির্বাচন পর্যবেক্ষণ করেন রাজাকার পুত্র কাজল । (জাগো নারায়ণগঞ্জ)









Discussion about this post