নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আবর্জনার স্তূপ থেকে একটি কাটা হাতকড়া উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সানারপাড় বাগমারা এলাকা থেকে হাতকড়াটি উদ্ধার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাফায়েদুর রহমান জানান, আবর্জনার মধ্যে হাতকড়াটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে সেখানে গিয়ে তা উদ্ধার করা হয়। তবে হাতকড়াটি কোনো কাজে আসবে না। কারণ এটি কাটা অবস্থায় পাওয়া গেছে।
অতি সম্প্রতি নারায়ণগঞ্জের পুলিশের হাত থেকে হাতকড়া অবস্থায় সাজাপ্রাপ্ত একজন আসামী পলায়নের গুঞ্জর থাকলেও পরবর্তীতে এমন খবরের কোন সত্যতা খুজে পাওয়া না যাওয়া এবং কোন দায়িত্বশীল অবস্থান থেকে কেউ ঘটনা স্বীকার না করায় কোন গণমাধ্যমে আর সংবাদটি প্রকাশ করা হয় নাই ।









Discussion about this post