এমন ঘটনায় অনেক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, অটিষ্টিক শিশুদেরকে খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্রাধিকার দিয়ে তাদের প্রতি সহনশীল হওয়ার আহবান জানিয়ে আসছেন । আর আমাদের এই আমলাপাড়াস্থ নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলে অটিষ্টিক শিশুকে দরজা বন্ধ করে অন্যান্য শিশুদেরকে সাথে নিযে নির্যাতেন করে শিক্ষকরা । আর তা আড়াল করতে নানাভাবে চেষ্টা চালায় প্রধান শিক্ষক সহ নির্যাতনকারীর সহযাগিরা । কোন অভিভাবক প্রকাশ্যে এমন অপকর্মের প্রতিবাদ করলেই শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে টিসি দিয়ে দিবে । শিশুদের শিক্ষা জীবনের উপর নানাভাবে এমন হুমকির কারণেই অভিভাবকরা পুরোপুরি জিম্মি হয়ে আছে বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে
নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
শহরের আমলাপাড়াস্থ নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলে এক অটিস্টিক শিশুকে শিক্ষক কর্তৃক নির্যাতনের ঘটনা ঘটেছে । এই ঘটনা ধামাচাপা দিতে আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনসহ বিদ্যালয়ের কয়েকজনসহ প্রভাবশালী চক্রের সদস্য নানাভাবে নির্যাতিত অটিস্টিক শিশুর অভিভাবককে হুমকি ধমকি দিচ্ছে বলেও অভিযোগ উঠেছে ।
আমলাপাড়া আইডিয়াল স্কুলের কয়েকজন অভিভাবকের কাছ থেকে জানা যায়, গত শনিবার ২ নভেম্বর বিকেলে স্কুলের ভিতরে বড় ভাইয়ের কোচিং চলাকালীন সময়ে মায়ের সাথে স্কুলে আসে অটিস্টিক শিশুটি । খেলার ছলে অটিস্টিক শিশুটি কোচিংয়ের শ্রেণী কক্ষে প্রবেশ করায় শিশুটিকে মারধর করে কৃষি ও শিক্ষা বিষয়ক শিক্ষক আল আমিন । আল আমিন শিশুটিকে মারধর করেও ক্ষান্ত হয় নাই । এ সময় কোচিং করারত অন্যান্য শিশুদের উৎসাহিত করে অটিস্টিক এই শিশুটিকে ফের থু থু দিয়ে, মাথায় পানি ঢেলে, মারধর ও চর থাপ্পর দিয়ে নির্যাতন চালানো হয় । নিজের অটিস্টিক সন্তানকে এমন মারধর ও নির্যাতনের দৃশ্য দেখে অচেতন হয়ে পরলে অন্যান্য অভিভাবকগণ অটিস্টিক শিশুটির মাকে উদ্ধার করে সেবা প্রদান করে ।
ঘটনাটি ৩ নভেম্বর রোববার সকালে অন্যান্য সকল অভিভাবকদের মাঝে ছড়িয়ে পরলে প্রধান শিক্ষক আনোয়ার হোসেন অটিস্টিক শিশুটির মাকে ডেকে ঘটনার বিবরণ শুনেন এবং ঘটনার পুরো নির্যাতনের ভিডিও পর্যবেক্ষন করেন । এই ঘটনায় আপাততঃ কোন অভিযোগ জমা না দিতেও নানাভাবে আকার ইঙ্গিতে হুমিকি প্রদান করেন প্রধান শিক্ষক আনোয়ার হোসেন ।
অনেকের উপস্থিতিতে প্রধান শিক্ষক অভিভাবকদের বলেন, আপনার তো আরেকটি সন্তান এই স্কুলে পড়ে । আর তার কোন ক্ষতি হউক বা আমাদের পক্ষ থেকে তাকে আপনাদের সন্তানদেরকে পড়ানোর বিষয়ে অনীহা প্রকাশ করলে একেকজন শিশুর তো ক্ষতি হয়ে যায় তা তো বুঝেন । তাই এই বিষয়টি নিয়ে কোন কথা স্কুলের বাইরে য়েন না যায় তা আমরা চাইবো ।
অটিষ্টিক শিশুকে ক্লাস কক্ষের দরজা আটকিয়ে নির্যাতনের বিষয়ে একাধিক বার ফোন ও ম্যাসেজ পাঠানোর এক পর্যায়ে ফোনটি রিসিভ করেন আমলাপাড়া আইডিয়ার স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন । তিনি প্রতিবেদককে বলেন, ”আপনাকে আগে বলতে হবে কার কাছ থেকে এই তথ্য পেয়েছেন ।” পরবর্তীতে তিনি (আনোয়ার হোসেন) শিকার করেন স্কুলের ভিতরে অটিষ্টিক শিশুকে শ্রেণীকক্ষের দরজা আটকিয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে । সাথে কোন কথা বরার সুযোগ না দিয়ে আনোয়ার হোসেন আরো বলেন, আপনাদের সাংবাদিকদের অনেক সমস্যা হচ্ছে আপনারা অনেক বেশী বুঝেন । এই বলে তিনি সংযোগ মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন ।
এ বিষয়ে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আিইসিটি) রেহেনা আক্তারের সাথে যোগাযোগ করলে তিনি নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে বলেন, ঘটানাটি দুঃখজনক । আমি বিষয়টি খোজ নিয়ে দেখছি ।









Discussion about this post