করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান কঠোর বিধি নিষেধের মধ্যে চেকপোস্টে জিজ্ঞাসাবাদের মুখে পুলিশ পরিচয় দিয়ে ফেঁসেছেন মাসুদ রানা নামে এক যুবক।
মঙ্গলবার (৬ জুলাই) বন্দর উপজেলার মদনপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে বন্দর থানা পুলিশ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দায়িত্বরত পুলিশ জানায়, মাসুদ রানা কুমিল্লার দাউদকান্দি থানার সিংগুলা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে। চালককে পুলিশ পরিচয় দিয়ে একটি প্রাইভেট কার ভাড়া করে কুমিল্লা যাচ্ছিলেন তিনি। তার পরনের টি-শার্টেও ইংরোজিতে ‘পুলিশ’ শব্দটি লেখা ছিল। চলতি পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুরে চেকপোস্টে দায়িত্বরত পুলিশ তাকে বহন করা গাড়িটি আটকায়। পরে দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছেও নিজেকে পুলিশ বলে পরিচয় দেয় মাসুদ। কিন্তু চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যদের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের মুখে মিথ্যা পুলিশ পরিচয়ের বিষয়টি স্বীকার করেন তিনি। ঘটনাস্থল থেকেই মাসুদকে আটক করা হয়।
ধামগড় পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সিরাজ উদ দৌলা জানান, মঙ্গলবার দুপুর দুইটায় অতিরিক্ত পুলিশ সুপার (‘খ’ সার্কেল) বিল্লাল হোসেনসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা মদনপুর চেকপোস্টে দায়িত্ব পালন করার সময় ভুয়া পুলিশ পরিচয় দেয়ায় মাসুদ রানা নামের একজনকে আটক করা হয়।
আটক মাসুদ রানার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে জানিয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, সরকারি কর্মকর্তা (পুলিশ) পরিচয় দিয়ে ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার চেষ্টার অভিযোগে ওই যুবকের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।









Discussion about this post