আড়াইহাজার (নারায়ণগঞ্জ)প্রতিনিধি
আড়াইহাজার থানা পুলিশ ২৪ ক্যান বিয়ারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
বুধবার বিকালে উপজেলার ঝাউগড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ঝাউগড়া গ্রামের মৃত আজিজের ছেলে রফিক (৪৬) ও বগাদী গ্রামের সিরাজের ছেলে বাবুল( ৩০)।
বাবুল ফতেহপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্যে রোকেয়া বেগমের ছেলে । এর আগেই সে একাধিক বার গ্রেফতার হয়েছিল।
আড়াইহাজার থানা পুলিশের উপপরিদর্শক (এস আই)গাজী শামীম জানান, পুলিশের নিকট খবর আসে সদর পৌরসভার ঝাউগড়া গ্রামে মাদকের একটি বিরাট চালান আসছে। এই খবরের ভিত্তিতে পুলিশের এস আই সিরাজুল ইসলাম, এস আই শফিকুল ইসলাম, এ এস আই মাসুম শেখ এর নেতৃত্বে ঝাউগড়া রফিকের বাড়ি ঘেরাও করা হয়। এতে ২৪ ক্যান বিয়ারসহ ২ জনকে গ্রেফতার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যায়। থানায় মামলা হয়েছে।









Discussion about this post